সোমবার , ২২ নভেম্বর ২০২১ | ২০শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

হেলিম মাওলানা সাহেবের কথায় রাস্তা থেকে সরে গেল শিমুল গাছটি।

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
নভেম্বর ২২, ২০২১ ৪:১৪ অপরাহ্ণ

মাহফুজ রাজাঃ কিশোরগঞ্জের হোসেনপুরের সিদলা ইউনিয়নের শেষ দিগন্ত জিনারী ইউনিয়নের শুরু মরহুম গিয়াসউদ্দিন মাষ্টারের বাড়ী সংলগ্ন স্থানে।প্রায় শতবছর পূর্বে জন্মে ছিল উক্ত শিমুল গাছটি।কালের স্বাক্ষী হয়ে হোসেনপুর টু হাজীপুর রোডের গড়মাছুয়া টানপাড়া জনবহুল রোডের পাশেই, রোডের মাটিকে ভালবেসে জড়িয়ে আছে এই শিমুল গাছটি। কথিত আছে শিমুল গাছটি নিয়ে ওলিআল্লাহ  বুযুর্গানে দ্বীন মরহুম মাওলানা আব্দুল হেলিম( রহঃ)  সাহেবের সুমহান এক অলৌকিকত্বের কথা।
বহু বছর পূর্বে উল্লিখিত স্থানের কাছাকাছি কোন এক মসজিদে তাবলীগের কাজে যাওয়ার পথে উল্লিখিত স্থানে দেখতে পান একটি শিমুল গাছ, যার শিকড় রাস্তার মাঝ বরাবর,অন্যপাশে চলে যাওয়ার উপক্রম ।যারফলে যুগ যুগ ধরে  চলে আসা যাতায়াত ব্যবস্থা তুমুলভাবে ব্যাহত হয়।বিরাট একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হয় হাজার রকমের হাজার মানুষ চলাচলে কিন্তু অজানা কোন কারনে গাছটা কাটা হচ্ছেনা।এলাকার ময়মুরুব্বি কর্তৃকও মাওলানা সাহেব কে বিষয়টি অবহিত করেন । পরের দিন মাওলানা সাহেব জিনারী ইউনিয়নের বীরকাটী হাড়ী গ্রামের হাফেজ লুৎফর রহমানকে সাথে নিয়ে উক্ত শিমুল গাছের নিচে গিয়ে মাওলানা সাহেব হাফেজ সাহেবকে পবিত্র কোরআনের সূরাহ মোজাম্মেল পাঠ করতে বললেন এবং মাওলানা সাহেব অন্যান্য নৈবেদ্য  ইসলামিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আল্লাহ চুবাহানাহু তায়ালার নামে গাছকে রাস্তা ছেরে দেওয়ার হুকুম করেন।
পলকে শিমুল গাছটির শিকড় মানুষ চলাচলের পথ খুলে দিয়ে উল্টো দিকে সরে যায়।এমনটিই দাবী করেন হাফেজ লুৎফর রহমানের পুত্র হাফেজ হাবিবুর রহমান। যিনি উক্ত গাছকে কেন্দ্র করে ঘরে উঠা জামে মসজিদের বর্তমান ইমাম।একটা সময় দেখা যায়, উক্ত মোজেজার স্মৃতির প্রতি ভালবাসা থেকে উদ্বুদ্ধ হয়ে গড়ে তুলেন মসজিদ সংশ্লিষ্ট এলাকাবাসীরা।
পাকুন্দিয়া উপজেলার তারাকান্দিতে বসবাস করতেন মরহুম মাওলানা আব্দুল হেলিম (রহঃ)  বিশিষ্ট আল্লাহর ওলিদের মধ্যে একজন। জীবদ্দশায় বহু অলৌকিকত্বের নিদর্শন রেখে গেছেন। সরেজমিনে দেখা মিলে, শিমুল গাছটির কাছেই একটা দান বাক্স যা থেকে উক্ত জামে মসজিদের ইমাম সাহেবের বেতন দেয়া হয় ।কেউ কেউ ধারনা করেন দান বাক্সে মোটামুটি ভাল অর্থ করী পরে। ইমাম সাহেবের বেতন মিটিয়ে,  কোন খাতে ব্যয় হয় বাকী অর্থ সঠিকভাবে জানা যায়নি।নাকি দান বাক্সে কেবল বেতন সমপরিমাণ অর্থ হয় তাও স্পষ্ট হয়নি।
প্রতিবেশী গ্রামের সুখচান(৪২) জানান- “আমরার জন্মেরও বহু আগের বিষয় এইডা মুরুব্বিরা কইছে,৮০ থাইক্কা ৯০ বচ্ছর আগে মৌলানা হেলিম সাবের কতায় হেমুল গাচটা সরহের মধ্যে থাইক্কা  সইরা গেছে। অনেকের সাথে কথা বলে জানতে পারি- উক্ত শিমুল গাছটি এখন মরহুম মাওলানা আব্দুল হেলিম (রহঃ) সাহেবের চমৎকারের যুগ -যুগান্তকারী, কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছেন। কিশোরগঞ্জের কৃতি ব্যক্তিত্বের মাঝে অনবদ্য আলেমেদ্বীন যার নাম সেরা আলোচিত  তালিকায়।তিনি হলেন মরহুম মাওলানা আব্দুল হেলিম(রহঃ)  । মরহুম মাওলানা আব্দুল হেলিম (রহঃ) ছিলেন পুরো জেলা ও নিকটতম  জেলায় প্রসিদ্ধ  কামেলে দ্বীন!

সর্বশেষ - আলোচিত

Design and Developed by BY REHOST BD