ইব্রাহিমঃ নোয়াখালীর বেগমগঞ্জে রিকশাভ্যানে বালু তোলার সময় পিকআপ ভ্যানের চাপায় নিহত হয়েছেন দুই যুবক। এ সময় আহত হয়েছেন দুইজন।উপজেলার একলাশপুর বাজারের উকিল সড়কের পাশে সোমবার রাতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই ইউনিয়নের ১৭ বছরের আব্দুল্লাহ আল মামুন আকাশ ও ১৮ বছরের মো. নুরনবী।বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান শিকদার এই তথ্য নিশ্চিত করেছেন।স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, একলাশপুর বাজারের উকিল সড়কের পাশে পিকআপ ভ্যানে করে বালু এনে রাখের স্থানীয় এক ব্যক্তি।
সেই বালু রিকশাভ্যানে করে তার বাড়ি পৌঁছে দেয়ার কাজ করছিলেন চার যুবক।বালু তুলে রিকশাভ্যানে ওঠানোর সময়ই একটি পিকআপ ভ্যান গিয়ে এটিকে চাপা দেয়। চাপা পড়ে বালু তুলতে থাকা ওই চারজনও। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে একজনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় আরেকজনকে ঢাকায় নেয়ার সময় পথে তার মৃত্যু হয়। অন্য দুই যুবক স্থানীয় ক্লিনিকে চিকিৎসাধীন।