রিয়াজ আহমেদ হান্নানঃ সিরাজগঞ্জের সলংগায় র্যাবের বিশেষ অভিযানে ১ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড একশন ব্যাটেলিয়ন ( র্যাব-১২)। গত সোমবার বিকেল সাড়ে চারটার পর সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলাধীন হাটিকুমরুল হাইওয়ে থানার ঢাকা বগুড়া মহাসড়কের পাশে সিরাজগঞ্জ রোডস্থ খান আবাসিক হোটেলের সামনে থেকে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। মাদক কেনার বেচার সময় রনি (২১) নামের শীর্ষ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে। এ সময় ১৪৮ পিস ইয়াবা, মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং নগদ ৮৮৫ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ রনি (২১), পিতা আবু বকর সিদ্দিক, সাং মহাস্থানগড় থানা শিবগঞ্জ, বগুড়া। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আসামী স্বীকার করে সে দীর্ঘদিন ধরে আইনের চোখ ফাকি দিয়ে গাজা, ফেন্সিডিল ও নিষিদ্ধ আমদানি জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছিল।গ্রেফতারকৃতকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় এনে ৩৬(১) এর সারণী ক ধারায় উদ্ধার আলামত সহ সিরাজগঞ্জ জেলার সলংগা থানায় হস্তান্তর করা হয়েছে।