মঙ্গলবার , ৪ মে ২০২১ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

মহাদেবপুরে নিখোঁজ হওয়া ৯ হাজার কেজি সুগন্ধি চাল উদ্ধার, দুই আটক

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
মে ৪, ২০২১ ১০:১৫ অপরাহ্ণ

সোহেল রানা: নওগাঁর মহাদেবপুর থেকে নারায়নগঞ্জের উদ্যেশে ট্রাকে করে নিয়ে এসিআই কোম্পানির ১৩ মেট্রিক টন চিনিগুড়া প্রিমিয়াম সুগন্ধি (আতব) চাল নিয়ে নিখোঁজ হয় প্রতারক চক্র। ঘটনার তিনদিন পর উপজেলার ভাই ভাই ট্রান্সপোর্ট এর মালিকের ভাই সুশান্ত কুমার থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ট্রাক নিখোঁজের ১৬ দিন পর সোমবার রাত সাড়ে ১০ টার দিকে রংপুর জেলার গঙ্গাচড়া বাজারস্থ মেসার্স নাঈম ট্রেডার্স এর গোডাউন থেকে ৮ হাজার ৯৪০ কেজি চাল উদ্ধার করে মহাদেবপুর থানা পুলিশ।

 

এসময় দুই প্রতারককে আটক করে মামলা দিয়ে মঙ্গলবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে। আটকরা হলেন- বগুড়া জেলার শেরপুর থানার সদর হাসড়া গ্রামের মৃত বাদুল্লা মন্ডলের ছেলে হেলাল উদ্দিন মন্ডল (৪৬) ও রংপুর জেলার গঙ্গাচড়া থানার গৃরিয়ারপাড় গ্রামের তাজ উদ্দিনের ছেলে লেবু মিয়া (৪৮)। মামলার এজাহার সূত্রে জানা যায়, মহাদেবপুর উপজেলার ভাই ভাই ট্রান্সপোর্ট এর মালিক সুব্রত চক্রবর্তী ওরফে অশোক। তার প্রতিষ্ঠানটি উপজেলা সদরের শিবগঞ্জ মোড়ে অবস্থিত। তিনি তার প্রতিষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন থেকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ট্রাক ভাড়া করে মালামাল পরিবহণ করেন।

মহাদেবপুরের সরস্বতীপুর এলাকার ‘এসিআই ফুডস লিমিটেড’ এর সাথে গাড়ি সরবরাহের চুক্তি আছে। গত ১৮ এপ্রিল সকাল সাড়ে ১০ টার দিকে শামীম হোসেন নিজেকে ট্রাক চালক পরিচয় দিয়ে তার কাছে জানতে চান কোন ট্রিপ (ভাড়া) আছে কিনা। জবাবে তিনি ট্রিপ নাই বলে জানান। পরপর ভিন্ন নম্বর থেকে তিনবার তাকে ফোন দেয়া হয়। শেষবার দুপুর ১২ টার দিকে ফোন দিয়ে আবারও অনুরোধ করা হয় তারা ঢাকা থেকে প্লাস্টিকের মাল নিয়ে এসেছিল। আবারও ফিরে যাবে। তবে ট্রাক ফাঁকা না নিয়ে কোন কিছুর ট্রিপ নিয়ে যেতে চান। মহাদেবপুরের নওহাটা মোড়ে তারা অপেক্ষা করছে।

এর কিছুপর সুব্রত চক্রবর্তী তাদের জানায় এসিআই কোম্পানির সুগন্ধি চাল আছে যা নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ বাজারে যাবে। পরে ১১ হাজার টাকায় চুক্তি হয়। ট্রাকে মালামাল উঠিয়ে কাগজপত্র সবকিছু সম্পূর্ন করে দুপুর ২ টার দিকে তারা নারায়নগঞ্জের উদ্যেশে রওয়ানা দেয়। কোম্পানির ম্যানেজার জাকির হোসেন তাদের সাথে যোগাযোগের চেষ্টা করলে রাস্তায় যানজটের মধ্যে আছে বলে জানায়। নির্দিষ্ট সময়ের মধ্যেও তারা গন্তব্যে না পৌঁছায় সন্দেহ হয়। পরে ২১ এপ্রিল সুব্রত চক্রবর্তীর ছোট ভাই সুশান্ত কুমার বাদি হয়ে চালক হাবিবুর রহমান ও হেলপার শামীম হোসেন সহ অজ্ঞাত ৫-৬ জনের বিরুদ্ধে থানায় থানায় সাধারন ডায়েরী করেন।

পুলিশ অভিযানে চালিয়ে গত ৩ মে সোমবার দুপুর ২ টার দিকে বগুড়া থেকে হেলাল উদ্দিন মন্ডলকে আটক করে। তার দেয়া তথ্যমতে ওইদিন রাত সাড়ে ১০ টার দিকে অভিযান চালিয়ে রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলা থেকে লেবু মিয়াকে আটকসহ ৮ হাজার ৯৪০ কেজি চাল উদ্ধার করা হয়।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন, অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান চালানো হয়। গোপন সংবাদে হেলাল উদ্দিন মন্ডলকে আটক করা হয়। সে এই ঘটনার মূল পরিকল্পনাকারী। তার দেয়া তথ্যমতে লেবু মিয়াকে আটকসহ চাল উদ্ধার করা হয়।

তিনি বলেন, আটককৃতরা এবং চালক-হেলপার আত্মীস্বজন। তারা আন্তঃজেলা প্রতারকচক্র। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যতে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনার সাথে আরো যারা জড়িত আছে তাদের আটকসহ বাঁকী চাল উদ্ধারের চেষ্টা চলছে।

সর্বশেষ - আলোচিত

আপনার জন্য নির্বাচিত

সড়ক চার লেনের কাজ ঠেকিয়ে দাবি আদায়-না ষড়যন্ত্র

শেরপুরে ৩ জুয়ারী গ্রেপ্তার

বাজারে হু হু করে বাড়ছে অধিকাংশ সবজির দাম

দাকোপে শিশুদের জন্য আমরা সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কম্বল বিতরণ অনুষ্ঠিত

নানা বাড়ি ঘুরতে এসে পাবনার বেড়ায় ট্রেনে কাটা পড়ে নবম শ্রেণীর ছাত্রের মর্মান্তিক মৃত্যু।

শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মবার্ষিকী অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত

কয়রায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতিসাধন করেছে দুর্বৃত্তরা

বিদেশি প্রভুদের কাছে আমাদের সমর্পন করে ওরা ক্ষমতায় যেতে চায় ; বাহাউদ্দিন নাসিম

বড়াইগ্রাম মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫, নিহত ১

নালিতাবাড়ীতে মোটরসাইকেল দূর্ঘটনায় ২জন নিহত

Design and Developed by BY AKATONMOY HOST BD