সালাহ উদ্দিন সৈকতঃগাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশা চালকের গলাকাঁটা লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।মঙ্গলবার (৪ মে) সকালে কালিয়াকৈর উপজেলা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টার্ন সুত্রাপুর জিএমএস ফ্যাক্টরির সংলগ্ন থেকে লাশ উদ্ধার করে।নিহত ব্যক্তি,নীলফামারী সদর উপজেলার বল্লমপাড় গ্রামের আব্দুল গণি মিয়ার ছেলে রশিদ মিয়া (১৮)।সে উপজেলার লতিফপুর এলাকায় আবুল কালামের বাসার ভাড়াটিয়া।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার টান সূত্রাপুর জিএমএস ফ্যাক্টরির সংলগ্ন রাস্তার ধারে মঙ্গলবার সকালে স্থানীয়রা ওই ব্যক্তির লাশ দেখে পুলিশে খবর দেয় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
এ ঘটনায় কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহেল মোল্লা দৈনিক দেশ সেবা কে বলেন,লাশ উদ্ধার করা হয়েছে নিহত ব্যক্তির শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে লাশ প্রেরণ করা হয়েছে।