আমিনুল পলাশঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জে কিশোরীকে (১৭) ধর্ষণ চেষ্টার অভিযোগে ইউপি সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।আটক ইউপি সদস্যের নাম মো: হেলাল উদ্দিন। সে উপজেলার ৮নং চরএলাহী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য।সোমবার(৩ মে) গভীর রাতে তাকে ওই কিশোরীর বাড়ি থেকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ মাস পূর্বে প্রেম ঘটিত একটি ঘটনার বিচার করতে ইউপি সদস্য হেলাল ওই কিশোরীর বাড়িতে যান। বিচার করতে গিয়ে কিশোরীটির দিকে তার কু-নজর পড়ে। বিচার শেষে আসার সময় ইউপি সদস্য কিশোরীর মোবাইল নাম্বার নিয়ে আসেন। এরপর থেকে সে কিশোরীটিকে মোবাইলে নানান কু-প্রস্তাব দিয়ে আসছিল।
সোমবার (৩ মে) রাতে সে (হলাল উদ্দিন) কিশোরীর বাড়িতে গিয়ে তাকে (কিশোরী) ফোন করে কথা বলার জন্য ঘর থেকে বের করে এনে ধর্ষণের চেষ্টা করে। এসময় কিশোরীর চিৎকার শুনে বাড়ির লোকজন ও আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে ইউপি সদস্যকে আটক করে। পরবর্তীতে বিষয়টি কোম্পানীগঞ্জ থানাকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইউপি সদস্য হলাল উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রণি বলেন, স্থানীয়রা ইউপি সদস্যকে আটক করে পুলিশে খবর দিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীর মৌখিক অভিযোগের ভিত্তিতে আপাতত ইউপি সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছে। এ বিষয়ে কিশোরী বা তার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।