মাসুদ সরকারঃ নওগাঁর ধামইরহাটে ১২৩ জন দুস্থ্য পরিবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে খাদ্য সহায়তা পেয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ফার্শিপাড়া শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মো.শহীদুজ্জামান সরকার এমপি উপস্থিত ছিলেন। কোভিড-১৯ এর বিস্তার রোধে সার্বিক কার্যাবলী/চলাচলে বিধিনিষেধ আরোপ করায় কর্মহীন দুস্থ্য ও অসহায় মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
খাদ্য সহায়তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী মন্ডল,উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়,সহকারি কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.দেলদার হোসেন,সম্পাদক মো.শহীদুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.ইস্রাফিল হোসেন,ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মমিন,ধামইরহাট প্রেসক্লাবের সভাপতি মো.আব্দুল আজিজ মন্ডল প্রমুখ।