সুলতান মাহমুদঃ সিরাজগঞ্জে সদর উপজেলায় মহামারি করোনা ভাইরাস সংক্রমণে ক্ষতিগ্রস্ত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৪ মে) সকালে সিরাজগঞ্জ পৌর হরিজন কলোণী ও মাহমুদপুর হরিজন কলোণীতে বসবাসরত মানুষের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী( চাল,ডাল,তেল,আলু,পেঁয়াজ, লবণ) বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে কোভিড-১৯ সংক্রমণে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে হরিজন সম্প্রদায়ের ১১০ পরিবারকে উপহার সামগ্রী বিতরণ করা হয়। যাহার মধ্যে ছিলো চাল,ডাল,তেল,আলু,পেঁয়াজ, লবণ ইত্যাদি । এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোবারক হোসেন, সহকারি কমিশনার জনাব অনিন্দ্য গুহ, মোহাম্মদ মাসুদুর রহমান, জনাব মঈন উদ্দিন, আফিফান নজমু, রিদওয়ান আহমেদ রাফি সহ প্রমুখ।