জাহিদুল ইসলাম নিক্কন: বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটি ঘােষিত ৩ দফার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে পাবনা জেলা মােটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ । বেলা সাড়ে ১০ টায় বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয়ে এসে শেষে হয় ।
এ সময় মােটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ৩ দফা দাবিতে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) মােখলেছুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন । ৩ দফার মধ্যে রয়েছে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে গণ পরিবহণ চালু , শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান এবং শ্রমিকদের টাকা কেজিতে চাল বিক্রয় । পাবনা জেলা মােটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মােশাররফ হােসেন এর সভাপতিত্বে আয়ােজিত।
পথসভায় বক্তব্য রাখেন , পৌর মেয়র শরিফ উদ্দিন প্রধান , পাবনা জেলা ট্রাক , ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদুল্লা শেখ , যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম ইসহাক , মােটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ফিরােজ হােসেন , সাবেক লাইন সম্পাদক আলাউদ্দিন আলাল , মােটর শ্রমিক নেতা শেখ রনি প্রমূখ । বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন , সর্বাত্মক লকডাউনে গণপরিবহণ ছাড়া সবই খােলা রয়েছে । সড়কে হাজারাে অটোরিক্সা – সিএনজি – মাইক্রোবাস – ট্রাক গাড়ি চলাচল করছে । এসব গাড়ি সচল রেখে শুধু গণপরিবহণ বন্ধ রেখে করােনাভাইরাস সংক্রমণ বিস্তার রােধ করা সম্ভব নয়।