মাসুদ রেজাঃ জেলা গোয়েন্দা শাখা সিরাজগঞ্জ কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম এর সার্বিক দিক নির্দেশনা জেলা গোয়েন্দা শাখার পৃথক ০১টি অভিযানে এসআই/মোঃ আরিফুল ইসলাম এবং সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মঙ্গলবার (৪ঠা মে) রাত সাড়ে ১০ ঘটিকার সময় সিরাজগঞ্জ সদর থানাধীন পৌর শহরের মালশাপাড়া এলাকা হতে আসামী মােঃ শুভেচ্ছা খন্দকার (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আাসামী শুভেচ্ছা খন্দকার স্বীকার করে সে দীর্ঘদিন ধরে আইনের চোখ ফাকি দিয়ে গাজা, ফেন্সিডিল ও নিষিদ্ধ জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছিল।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সরনী ১০(ক) ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হইয়াছে।