রিয়াজ আহমেদ হান্নানঃ সিরাজগঞ্জ সদরের সদানন্দ পুর থেকে ৬০০ পিস নিষিদ্ধ আমদানি জাতীয় মাদকদ্রব্য ইয়াবা সহ শীর্ষ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড একশন ব্যাটেলিয়ন র্যাব-১২।
গত মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার পর গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন মিরাজের নেতৃত্বে র্যাবের অভিষনিক দল সিরাজগঞ্জের সদানন্দপুর রেলস্টেশনের দুইশ গজ দক্ষিনে মাসুদ স্টোরের সামনে কড্ডাগামী রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে দুইজন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২। এসময় তাদের নিকট থেকে ৬০০ পিস ইয়াবা নগদ ৫৫০ টাকা এবং মাদক ব্যবসায়ের কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ লোকমান হোসেন (৩৩), পিতা মৃত ইসমাইল হোসেন, গ্রাম দরিপাড়া, মোঃ শাহজাহান আলী (৩২), পিতা মৃত ইউসুফ আলী, গ্রাম কোতারিপাড়া, উপজেলা মাদবদী, নরসিংদী। গ্রেফতারকৃতদের ২০১৮ সালের মাদক নিয়ন্ত্রণ আইনের আওতায় এনে ৩৬(১) এর সারণী ক ধারায় উদ্ধার আলামত সহ সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১২ মিডিয়া সেল জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে আইনের চোখ ফাকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিলেন।