শরীফ হোসেনঃ করোনাকালীন এই সংকটময় মূহুর্তে সামান্য কিছুই যেন অনেক বড়,তার উপর হয় যদি রমজানের মহিমা তবে তো কথাই নেই।তবে সামান্য কিছু পেতে যদি ব্যয় করতে হয় বিশাল সময় তবে তাতে বিরক্তির সাথে সাথে বাড়ে করোনার ঝুঁকিও।
আজ রায়পুর পৌরসভার সমন্বয়ে জনপ্রতি ৪৫০ টাকা হারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত সহযোগিতা প্রদান করা হয়।সকাল ১০ টায় আয়োজনের সময় থাকলেও তার পূর্ব হতেই লোকজনের সমাগম ঘটে।উপজেলার প্রাণকেন্দ্র রায়পুরের বিদ্যাপীঠ রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমী মাঠে এ অর্থ সহযোগিতা দেয়া হয়।নগদ এ সহায়তা পেতে লোকজনের ভীড় দেখে বুঝা যায় মানুষ কতটা অসহায়।তারা এ সহায়তার জন্য লাইন ধরে অবস্থান করে।
এ সহযোগিতা কার্যক্রম শুরু করে জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক এডভোকেট নূর উদ্দীন চৌধুরী নয়ন।এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানভীর হায়দার চৌধুরী রিংকু সহ উপজেলার বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
লক্ষীপুর জেলার রায়পুর পৌরসভার লোকজন এ সহযোগিতায় খুশি হলেও তারা সকলে না পাওয়ায় কিছুটা হতাশ।তাছাড়া এ সংকট মূহুর্তের সহযোগিতা প্রতিনিয়ত করার জন্য তারা সরকারকে বিনীত অনুরোধ জানান।সহযোগিতার জন্য আসা মানুষ সন্তুষ্ট চিত্তে ফিরলেও জনগনের এ ছুটে আসা,অবাধে চলাফেরা,লোকের ভীড় সবকিছু মিলিয়ে করোনার সংক্রমনের ঝুঁকি যেমন থেকেই যায় তেমনি বাড়ে বাড়তি তাপমাত্রায় হিটস্ট্রোক হওয়ার ও।তাছাড়া তাদের সবার মাঝে ছিলনা মাস্ক পরা বা সামাজিক দূরত্বের বালাই।