ফাহিম হোসেনঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ভোলা সদর উপজেলা রাজাপুর ইউনিয়ন ছাত্রলীগ কৃষকের ধান কেটে দিয়েছে । বুধবার (৫ মার্চ ) সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের মেদুয়া গ্রামের কৃষক (বশির জমাদারের) এক বিঘা জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
লকডাউনে শ্রমিক না পাওয়ায় ধান নিয়ে বিড়ম্বনায় পড়ছেন কৃষকরা। কৃষকদের ধান কেটে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দেন। পরে ভোলা জেলা ছাত্রলীগের নির্দেশে , অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছেন নেতাকর্মীরা, রাজাপুর ইউনিয়ন মেদুয়া গ্রামের বিল থেকে কৃষক (বশির জমাদারের) জমির ধান কেটে দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক দুইবার এর সফল চেয়ারম্যান জনাব রেজাউল হক মিঠু চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে বুধবার (৫ মার্চ ) ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন এর মেদুয়া গ্রামের বিল থেকে কৃষক (বশির জমাদারের) প্রায় এক বিঘা জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন ভোলা সদর উপজেলা রাজাপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল হক মিঠুন চৌধুরী বলেন করোনাভাইরাস এর কারণে এ এলাকার কৃষকরা অসহায় হয়ে পড়েছেন। ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না। সে জন্য মানবিক দিক বিবেচনা করে আমি ও রাজাপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতা কর্মীরা অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছি।এবং রাজাপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতাকর্মীরা বলেন, কৃষক বাঁচলে বাঁচবে দেশ গড়বো সোনার বাংলাদেশ এই শ্লোগান নিয়ে আমরা অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছি এবং আগামী দিনে ও থাকবো।