আবুল হাসানঃ পুকুর খনন করার সময় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একটি কষ্টিপাথরের মুর্তি পাওয়া গেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বালিয়াডাঙ্গী থানা পুলিশকে মুর্তিটি জমা দিয়েছে উপজেলার ভানোর ইউনিয়নের দক্ষিণ বোয়ালধার গ্রামের হামিদুর রহমান।
বুধবার দুপুরে বালিয়াডাঙ্গী থানার ওসি তদন্ত আব্দুস সবুর জানান,গতকাল সন্ধ্যায় পুলিশ মুর্তিটি থানায় নিয়ে এসেছে। বেশ বড় তবে ওজন মাপা হয়নি।এর আগে মঙ্গলবার দুপুরে ভানোর ইউনিয়নের বোয়ালধার সিংহাড়ি পুকুর খননের সময় মুর্তিটি পায় হামিদুর।
৬নং ভানোর ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব সরকার বলেন, পুকুর খননের সময় মুর্তি পাওয়ার পর হামিদুরের ভাই ইসমাইল আমাকে মোবাইলে বিয়ষটি অবগত করে। পরে গ্রাম্য পুলিশ পাঠিয়ে মুর্তিকিকে ইউনিয়ন পরিষদে নিয়ে আসা হয়। পরে পুলিশকে খবর দিলে সন্ধ্যায় পরিষদ থেকে থানায় নিয়ে যায় মুর্তিটি।