সমরাজ মিয়াঃ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে ১০ কেজি গাঁজাসহ মোঃ গিয়াস উদ্দিন আশিক (২৮) নামে একজন গ্রেফতার হয়েছে। তিনি শায়েস্তাগঞ্জ পৌরসভার দক্ষিণ বড়চর গ্রামের মৃত আলাউদ্দিন ফুল মিয়ার ছেলে।শনিবার (১ মে) বিকেল ৫টায় এসব তথ্য নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব।
এর আগে গোপন সংবাদে খবর পেয়ে শুক্রবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ১টায় তার (ওসি) নেতৃত্বে এসআই মোঃ কাওছার মাহমুদ তোরণ, এসআই মোহাম্মদ জসিম উদ্দিন, এএসআই বিধান রায়, এএসআই এবি সিদ্দিকসহ একদল পুলিশ দক্ষিণ বড়চর গ্রামে অভিযান চালায়।এ অভিযানকালে ওই পরিমাণ গাঁজাসহ মোঃ গিয়াস উদ্দিন আশিককে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে থানায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা করেছে। বিকেলে তাকে হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।।