বৃহস্পতিবার , ৬ মে ২০২১ | ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

শরীয়তপুরে ৫০কেজি গাজা সহ ১ জন আটক

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
মে ৬, ২০২১ ১২:৩৫ পূর্বাহ্ণ

শফিকুল ইসলাম সোহেলঃ শরীয়তপুর সখিপুর থানা এলাকা হতে ৫০ (পঞ্চাশ) কেজি গাঁজা উদ্ধারসহ ০১ জনকে আটক করে জেলা পুলিশ। এই সংক্রান্তে অদ্য ০৫/০৫/২০২১ খ্রিঃ বুধবার দুপুর ১২:৩০ টায় শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানান পুলিশ সুপার, শরীয়তপুর জনাব এস. এম. আশরাফুজ্জামান।
এ সময় সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান দীর্ঘদিন ধরে তথ্য সংগ্রহের ভিত্তিতে জানতে পারি যে, কতিপয় মাদক ব্যবসায়ী ভারত হইতে কাঁচামাল বহনকারী ট্রাকের মধ্যে কাঁচামালের সহিত বিপুল পরিমানে গাঁজা জাতীয় মাদক বহন করিয়া চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুরের বিভিন্ন স্থল পথের রুট ব্যবহার করে মাদারীপুর জেলার শিবচর উপজেলাধীন পদ্মানদী হয়ে শরীয়তপুর জেলার সখিপুর থানাধীন কাচিকাটা ইউনিয়নস্থ পদ্মা নদীর শাখা নদীর বানিয়াল ঘাট নামক নদী পথ ব্যবহার করে মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন রুট ব্যবহার করে ঢাকায় নিয়ে যায়।
উক্ত মাদক ব্যবসায়ীদের ধরার লক্ষ্যে দীর্ঘদিন ধরে একাধিক সোর্স নিয়োগ করে তথ্য উপাত্ত সংগ্রহ করে গত ০৪/০৫/২০২১ খ্রিঃ তারিখ সংগ্রহকৃত তথ্য উপাত্তের ভিত্তিতে জানা যায় উল্লেখিত রুট ব্যবহার করিয়া পদ্মা নদীতে ট্রলার যোগে কতিপয় মাদক ব্যবসায়ীরা বিপুল পরিমান মাদক বহন করে নিয়ে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার, শরীয়তপুরের দিক নির্দেশনায় সখিপুর থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে সখিপুর থানা পুলিশ স্পিডবোট যোগে সখিপুর থানাধীন পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে আসামী ১। সুজন মাতুব্বর (৩৩), পিতা- মৃতঃ তোতা মাতুব্বর, সাং- চর গজারিয়া, ইউনিয়ন- চর মানাইর, থানা- সদরপুর, জেলা- ফরিদপুরকে গত ০৪/০৫/২০২১ খ্রিঃ তারিখে সখিপুর থানাধীন কাচিকাটা ইউনিয়নের চরজিংকিং সাকিনস্থ বানিয়াল ঘাট নামক নদীর ঘাটে একটি ইঞ্জিন চালিত ট্রলারে ০৪ (চার) টি চটের বস্তার মধ্যে ৫০ (পঞ্চাশ) কেজি গাঁজা, যাহার মূল্য অনুমান ৫,০০,০০০/- টাকা ও গাঁজা বহনকারী একটি ট্রলার উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
এছাড়া উক্ত ঘটনায় সখিপুর থানার মামলা নং-০২, তারিখ ০৪/০৫/২০২১, খ্রিঃ রুজু করা হয় এবং ধৃত আসামীর অন্যান্য সহযোগী আসামীদের সনাক্তপূর্বক গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে। আসামীরা আন্তর্জাতিক মাদক ব্যবসার সদস্য। তাঁদের বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ের সক্রিয় সদস্য রহিয়াছে। ধৃত আসামী সুজন মাতুব্বরকে পুলিশ রিমান্ডে আনিয়া ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে ০৭ (সাত) দিনের পুলিশ রিমান্ডের আবেদন প্রেরণ করা হয়েছে।
উক্ত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাইফুর রহমান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), শরীয়তপুর, জনাব তানভীর আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল), শরীয়তপুর, জনাব মোঃ আমিনুর রহমান, সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল), শরীয়তপুর, জনাব মোঃ আসাদুজ্জামান হাওলাদার, অফিসার ইনচার্জ, সখিপুর থানা, শরীয়তপুর, জনাব মোঃ আনোয়ার, পুলিশ পরিদর্শক, অপরাধ শাখা, পুলিশ সুপারের কার্যালয়, শরীয়তপুর, জনাব আজহারুল ইসলাম, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, শরীয়তপুরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সর্বশেষ - আলোচিত

আপনার জন্য নির্বাচিত

বগুড়ার শেরপুরে জোরপূর্বক ধর্ষন, অভিযুক্ত গ্রেফতার

দিনাজপুর চিরিরবন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু সাধারণ সম্পাদক নির্বাচিত হ‌ওয়ায় শুভেচ্ছা ও মত বি‌নিময় সভা অনুষ্ঠিত।

দিনাজপুর বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ফেন্সিডিল,মদ, ও এমকেডিলের খালি বোতলসহ আটক ২।

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কে ৫২ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক

কেএমপি’র খানজাহান আলী থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ ১  জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

বলেশ্বর নদী ভাঙ্গনে নদী শাসনের জন্য মানববন্ধন অনুষ্ঠিত

ইবির আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগে আন্তর্জাতিক সেমিনার

জুড়ীতে খুনের ৩ মাস পর রহস্য উদঘাটন, ২ খুনি গ্রেফতার

হোসেনপুরে পাটের জাগ দিতে না পারায় চাষীদের মাঝে হাহাকার

ঘোড়াঘাটে গাঁজা চাষী আটক

Design and Developed by BY AKATONMOY HOST BD