জাহিদুল ইসলাম নিক্কন: পাবনা ঈশ্বরদী থানাধীন রূপপুর পুলিশ ফাঁড়ী কর্তৃক পাকশী ইউপির চর রূপপুর মাঝিপাড়া গ্রাম হতে জুয়া খেলা অবস্থায় নগদ ৫২০০ টাকা, তাস সহ ৫ জনকে আটক করেছে রূপপুর পুলিশ। আসামীরা হলেন ১। মোঃ সুমন হোসেন (৩০) ২। মোঃ আনিছুল হক( ৩১) ৩। মোঃ মাসুম হোসেন (৩২) সর্বসাং- চর রূপপুর তিনবটতলা, ঈশ্বরদী, পাবনা। ৪। মোঃ সুমন সাং-নাজিরপুর পূর্ব পাড়া, থানা ও জেলা-পাবনা ৫। মোঃ ইউসুফ হোসেন ( রোজেন) সাং-পূর্বগ্ৰাম, থানা- রুপগঞ্জ, জেলা- নারায়নগঞ্জ। আসামিদেরকে জুয়া খেলা অবস্থায় আটক করা হয়েছে বলে জানায় রুপপুর পুলিশ। আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।