আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের করোনা পরিস্থিতি চ্যালেঞ্জের মুখে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। দৈনিক সংক্রমণের দিক দিয়ে ফের নতুন রেকর্ড গড়ল ভারত।স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ১১টা পর্যন্ত অর্থ্যাৎ গত ২৪ ঘণ্টায় করোনায় ভারতে আরও ৩ হাজার ৯৭১ জনের মৃত্যু হয়েছে করোনায়।এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ৪ লাখ ১২ হাজার ৯৫ জন। মৃত্যু ও শনাক্তের হিসাবে এখন পর্যন্ত এ সংখ্যা সর্বোচ্চ।
এদিকে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় ভারতের উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের সরকার ভাইরাস সংক্রমণ থেকে গরু রক্ষার পরিকল্পনা হাতে নিয়েছে। এই লক্ষ্যে উত্তর প্রদেশের সকল জেলায় একটিসহ মোট সাত শ’ হেলপ ডেস্ক প্রতিষ্ঠা করা হয়েছে।বুধবার ভারতীয় সংবাদমাধ্যমে এই খবর জানানো হয়।
এছাড়া উত্তর প্রদেশের রাজ্য সরকার সকল গোশালায় করোনা সংক্রমণ প্রতিরোধী নির্দেশনা পালনের সাথে সাথে গোশালায় মাস্কের ব্যবহার ও বারবার তাপমাত্রা মাপার বিষয়ে নির্দেশ দিয়েছে।গোশালায় একইসাথে অক্সিমিটার ও থার্মাল স্ক্যানারসহ অন্য চিকিৎসা সরঞ্জাম সরবরাহের নির্দেশ জারি করেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের ভাষ্যমতে, এই গোশালাগুলোতে রাজ্যের মালিকবিহীন গরুর আশ্রয়ের ব্যবস্থা করা হয়।সরকারি তথ্যানুসারে, উত্তর প্রদেশে বর্তমানে পাঁচ হাজার দুই শ’ ৬৮ গোশালায় মোট পাঁচ লাখ ৭৩ হাজার চার শ’ ১৭ গরু আশ্রয়ে রয়েছে।
সূত্র : সিয়াসত ডেইলি