সালাহ উদ্দিন সৈকতঃ গাজীপুরের কালিয়াকৈরে মুক্তিপণের টাকা না পেয়ে ডিম ব্যবসায়ীকে মারধর ও পলিথিনে পেচিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেছে মাদকাসক্ত কিশোর গ্যাং।অবশেষে নিজের আত্মরক্ষার্থে দৌড় দিয়ে বহুতল ভবনে বেলকুনীতে আটকে গেলে পুলিশ ও ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে।
এ ঘটনায় ডিম ব্যবসায়ীসহ পাঁচজন আহত হয়েছেন।এ ঘটনায় বুধবার কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।আহতরা হলেন,দিনাজপুরের খানসামা থানার গারপাড়া এলাকার দুলাল রহমানের ছেলে আশিক (৩২),কালিয়াকৈর উপজেলার খোলাপাড়া এলাকার আতর আলীর ছেলে আলমগীর হোসেন (২৩)।বাকী তিনজন জয়,আলগীর ও সুজন এর ঠিকানা জানা যায়নি।
এলাকাবাসী,ভুক্তভোগী পরিবার ও ফায়ার সার্ভিস এবং পুলিশ সূত্রে জানা গেছে,”আশিক গত ছয় বছর আগে তার স্ত্রী-সন্তানকে নিয়ে জীবিকার খোঁজে গাজীপুরের কালিয়াকৈরে আসেন।পরে তিনি উপজেলার হিজলহাটি এলাকার জাহাঙ্গীরের বাড়িতে বাসা ভাড়া নিয়ে ডিম ব্যবসা করে আসছেন।তার স্ত্রী তানজিলা বেগম স্থানীয় পলমল পোশাক কারখানায় কাজ করেন।গত মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে তিনি সহ চারজন মিলে পাশে আবুল বাছেদ ওরফে বাবুর বাড়িতে লুডু খেলতে ছিল।
এ সময় ওই এলাকার রাজ্জাকের ছেলে জিহান,আব্দুল হামিদের ছেলে রাব্বি,তোফাজ্জলের ছেলে ফয়সাল,হাসেমের ছেলে শুভ,সৌরভসহ আরো ৫/৭ জননমাদকাসক্ত কিশোর গ্যাং লাঠি,লোহার রড,ষ্টিলের পাইপ নিয়ে সেখানে যায়।এ সময় ওই ডিম ব্যবসায়ী আশিক,জয়,আলমগীর ও সুজনকে মারধর করে।এ সময় জয়,আলমগীর ও সুজন সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন।পরে ওই কিশোর গ্যাং ডিম ব্যবসায়ী আশিকের কাছ থেকে ১৩ হাজার ৭০০ টাকা ও দুটি মোবাইল ফোন লুট করে।এ সময় তাকে আটক রেখে তার কাছে আড়াই লাখ টাকা দাবী করে কিশোর গ্যাং।
তারা দাবিকৃত টাকা না পেয়ে তার নাকে,মুখে পানি ঢালে ও পলিথিন পেছিয়ে তাকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে।ধস্তাধস্তির এক পর্যায়ে নিজের প্রাণ রক্ষার্থে দৌড়ে তার ভাড়া বাসায় চলে যায়।কিন্তু কিশোর গ্যাং তার পিছু ধাওয়া করে ওই বাসার ভিতরে ঢুকার চেষ্টা করে।এ সময় ঐ বাড়ির মালিকের প্রাইভেটকার চালক আলমগীর তাদের বাধা দিলে কিশোর গ্যাং তাকেও মারধর করে।এসময় কিশোর গ্যাংয়ের ভয়ে বাসায় ছাদের পাইপ বেয়ে নিচে নামা চেষ্টা করলে ৪র্থ তলার বেলকুনিতে আটকে পড়ে।তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে কিশোর গ্যাং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে আটকে থাকা ডিম ব্যবসায়ীকে উদ্ধার করতে ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেয় এলাকাবাসী।খবর পেয়ে ওইদিন রাতেই কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।”বর্তমানে তিনি ঐ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।এ ঘটনায় বুধবার ঐ ডিম ব্যবসায়ীর স্ত্রী তানজিলা বেগম কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
আহত আলমগীর হোসেন বলেন,ঐ ব্যবসায়ী দৌড়ে পালিয়ে বাসায় চলে এলেও গেইট ভেঙ্গে তারা ভিতরে ঢুকে। বাধা দিলে তারা আমাকেও মারধর করে।”স্থানীয় আনোয়ার হোসেন,সাইফুল ইসলামসহ অনেকেই বলেন,”ওই কিশোর গ্যাং মাদকের সাথে জড়িত,সব সময় তারা কোনো না কোনো অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে আসছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান,”এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।এছাড়া এ ঘটনায় রাব্বি নামে একজনকে আটক করা হয়েছে।তবে শুনেছি,ঐ এলাকায় কিশোর গ্যাংয়ের গ্রুপ আছে।এ ব্যাপারে পুলিশও তৎপর রয়েছে এবং দোষীদের ধরতে পুলিশ সাড়াশি অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।