নাহিদুল ইসলাম হৃদয়ঃ ঈদকে সামনে রেখে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে মানিকগঞ্জ পৌর এলাকার দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আজ (বৃহস্পতিবার) সকালে পৌরসভা থেকে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে নগদ অর্থ তুলে দেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস। এসময় আরও উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মো. রমজান আলী, প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা ও ডা. জেসমিন আক্তার, কাউন্সিলর আবু মো. নাহিদ, মো: কবির হোসেন, নুরুল ইসলাম কুইন্টা, নাজমা আক্তার ও রাজিয়া সুলতানা, পৌরসভার সচিব মো. বজলুর রহমানসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।
পবিত্র ঈদ উপলক্ষ্যে মানবিক সহায়তা কর্মসূচীর অংশ হিসেবে চার শত দুস্থ ও অসহায় পরিবারকে ৫শ করে মোট দুই লাখ টাকা দেওয়া হয়। একই কর্মসূচীর আওতায় ঈদের আগে মানিকগঞ্জ পৌর এলাকার আরও ৪ হাজার ৬২১ জন ভিজিএফ কার্ডধারীকে ৪৫০ টাকা করে মোট ২০ লাখ ৭৯ হাজার ৪৫০টাকা দেওয়া হবে বলে জানান পৌরসভার সচিব মো. বজলুর রহমান।