মারুফ হাসান কালীগঞ্জঃ ৬ই মে (বৃহস্পতিবার) কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদের করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত ও ঈদুল ফিতর উপলক্ষে সরকারের দেয়া নগদ ৪৫০ টাকা ঈদ উপহারের প্রথম দিনের কার্যক্রমের শুভ উদ্বোধন হয় ।
সরকারের দেয়া নগদ অর্থ বিতরন কার্যক্রম অনুষ্ঠানের আয়োজন করেন জামালপুর ইউনিয়ন পরিষদ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান খান (ফারুক মাস্টার) ।অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে ছিলেন মেহের আফরোজ চুমকি (এমপি)। তিনি বিশেষ কাজে ব্যস্ত থাকায় অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ শিবলী সাদিক । এবং বিশেষ অতিথি হিসেবে আরো ছিলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর চৌধুরী ।এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর ৭ নং ওয়ার্ড ইউ’পি সদস্য নাজমুল হোসেন শেখ, ৯ নং ওয়ার্ড ইউ’পি সদস্য মোস্তফা কামাল, ৬ নং ওয়ার্ড ইউ’পি সদস্য বজলুর রহমান । আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ সহ অন্যান্য নেতাকর্মীরা ।
জানা গেছে,কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত ২৬৮০ জন এই সরকারি নগদ আর্থিক সহায়তা পাবেন । এবং ২৬৮০ জনের প্রত্যেকেই পাবেন নগদ ৪৫০ টাকা করে । সরকারের এই নগদ অর্থ বিতরণের কার্যক্রমটী ৬ই মে জামালপুর ইউনিয়ন পরিষদ থেকে প্রথম দিনের কার্যক্রম শুরু করা হয় । এবং পরবর্তীতে জামালপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে নিজ দায়িত্বে প্রতিটি করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে টাকা পৌঁছে দিবেন জামালপুর ইউনিয়ন পরিষদ ।