জাহিদুল ইসলাম নিক্কন: পাবনা জেলা গোয়েন্দা শাখা একটি অভিযানিক দল, ডিবি পুলিশের অভিযানের সময় নিজ বাসায় দেশীয় অস্ত্র, হকিস্টিক,বিভিন্ন ধরনের ছুরি রেখে পলাতক সন্ত্রাসী সাকিব,(৩৫) সাং পাবনা। একটি জিডির সুত্র ধরে তদন্ত করে একটি পিস্তল সুদৃশ্য লাইটার সহ গ্রেফতার করে পাবনা ডিবি পুলিশ। পরে তার স্বীকারোক্তি মোতাবেক তার সহযোগী শিমুলের বাড়ীতে অভিযান পরিচালনা করে একটি ওয়ান শ্যুটার গান, এক রাউন্ড গুলি ও একটি কিরিচ উদ্ধার করা হয়। এ বিষয়ে পাবনা সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।