জাহিদুল ইসলাম নিক্কন: পাবনা ঈশ্বরদীতে র্যাব অভিযান চালিয়ে ৯৬৭ পিছ ইয়াবাসহ ফারুক খালাসী (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সে পাকশী এলাকার জমসেদ খালাসীর ছেলে। বুধবার ৫ মে রাতে র্যাব ১২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মােঃ আমিনুল কবীর তরফদারের নেতৃত্ব র্যাবের একটি দল পাকশী গালর্স স্কুল এলাকায় অভিযান চালিয়ে ৯৬৭ পিছ ইয়াবাসহ ফারুক খালাসীকে গ্রেফতার করেন। র্যাব জানায় , ফারুক খালাসী দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসার সঙ্গে জড়ি। তার বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করা হয়েছে।