ওমর ফারুক খানঃ নাটোরের গুরুদাশপুরে মহিবুল্লাহ (৬) নামে এক শিশুর গলা কাটা লাশ উদ্ধার করেছে গুরুদাশপুর থানা পুলিশ।বৃহস্পতিবার রাত ৯ টার দিকে উপজেলার গোটিয়া মহিষমারি গ্রামে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে ফসলি জমি থেকে মরদেহ উদ্ধার করা হয়।মহিবুল্লাহ ঐ এলাকার পল্লি চিকিৎসক ইসাহাক আলীর ছেলে।
গোটিয় ইউপি মেম্বার ফারুক হোসেন জানান, মহিবুল্লাহ মাস খানেক আগে মায়ের সাথে নানার বাড়ি সাবগাড়িতে বেড়াতে যায়, বৃহস্পতিবার বিকেলে মোবাইল নিয়ে কার্টুন দেখতে বাড়ির বাহিরে যায়, এর পর তার সন্ধান না পাওয়ায় খুজতে থাকে তার পরিবার।
পরে রাত আটটার দিকে বাড়ি থেকে আধা কিলোমিটার অদূরে একটি ফসলি জমি থেকে তার গলা কাটা মরদেহ দেখতে পাই স্থানীয়রা, খবর পেয়ে ঘটনা স্থল পুলিশ যায়, এ দিকে পুলিশ ঘোষনা দিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব হত্যাকারিকে পুলিশ গ্রেফতার করা হবে।