হারুনুর রশিদঃ গতকাল শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার কাহালু উপজেলার শান্তা- সুন্দরগাড়ী মোড়ে পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা সংবদ্ধ চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বৈদ্যুতিক টান্সফরমারের মুল্যবান ১১০ কেজি ১২ টি তামার কয়েল, চুরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ও চোরাই মালামাল বহনের বগুড়া-থ-১১- ৫৮৮৮ নং একটি সিএনজি।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার সাবানপুর গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র মোঃ আছির উদ্দিন (৫২), কৈগাড়ী গ্রামের মৃত আঃ সামাদের পুত্র মোঃ জুয়েল মিয়া (৩৫), খয়বর আলীর পুত্র মোঃ আজিজার রহমান (৪৫), গুরুবিশা গ্রামেরমৃত আবু সাইদের পুত্র মোঃ সাইদুর সোনার (৩১), মাগুড়া গ্রামের মৃত মাজেদ আলীর পুত্র আঃ রহিম মুন্সি (৪২)। কাহালু থানার এস আই আবু শাহিন কাদির জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক চুরি মামলা রয়েছে। তারা সবাই আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য।