জাহিদুল ইসলাম নিক্কন: বৃহস্পতিবার দুপুরে র্যাব -১২ পাবনার সদস্যরা উপজেলার ঈশ্বরদী রূপপুর এলাকায় অভিযান চালিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খারিজাথাক গ্রামের ইয়ারুল ইসলাম (২৩) ও মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার বেয়ারপাড়া গ্রামের তরিকুল ইসলাম (২১) আসামিদের গ্রেফতার করে র্যাব, এসময় তাদের কাছে থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করে র্যাব -১২ , সিপিসি -২ পাবনা , র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মােঃ আমিনুল কবীর তরফদার জানান , গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আসামিদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।