শ্যামলী আক্তারঃ ভেড়ামারা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে নেই কোনো নিয়ম-কানুন। ভেড়ামারা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ডাঃ এ কে এম ফজলুল হকের নামে নানা অনিয়ম ও অভিযোগ রয়েছে। পাওয়া যায় না কোন কাঙ্ক্ষিত সেবা। ভেড়ামারা প্রাণিসম্পদ দপ্তরে কোন ঔষধ চাইলে দপ্তরের লোকজন বলে ওষুধ ফুরিয়ে গেছে, যদি জানতে চাওয়া হয় কেন ফুরিয়ে গেছে তখন তারা বলে যে ব্রয়লার এর ব্যাবসায়িরা ওষুধ সব নিয়ে গেছে।
সাম্প্রতিক সময়ে গবাদি পশু পাখির মধ্যে যে রাণীক্ষেত রোগদেখা দিয়ছে এ টিকা কোন মানুষ পাচ্ছে না। চিকিৎসক অফিস টাইমে বাইরে চিকিৎসাসেবা দিতে চলে যায় সময়মতো অফিসে গেলে তাদেরকে পাওয়া যায় না গবাদি পশুর চিকিৎসা নিতে গেলে তারা প্রেসক্রিপশন করে হাতে ধরিয়ে দেয় বলে সামনের দোকান থেকে ওষুধ কিনে নেন। এর খুটির জোর কোথায়? সাধারণ মানুষ তা জানতে চাই। শুধু এ অভিযোগে নয় তাছাড়া বিভিন্ন পত্র-পত্রিকায় ও তাদের নামে নানা অনিয়ম অভিযোগ উঠে এসেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এর হস্তক্ষেপ প্রয়োজন।