শনিবার , ৮ মে ২০২১ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

সাজানো মিথ্যা ও বানোয়াট ভিত্তিহীন মানহানীকর মানববন্ধনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
মে ৮, ২০২১ ১২:০১ পূর্বাহ্ণ

শ্যামলী আক্তারঃ ভেড়ামারার ফারাকপুরে গত ইংরাজী ০৬/০৫/২০২১ তারিখে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মানহানীকর মানববন্ধনের প্রতিবাদে আমি মোছাঃ বিউটি আক্তার, স্বামী- মোঃ মাহাবুব বিন হাসান ও আমি মোঃ মাহাবুব বিন হাসান, পিতা: বীর মুক্তিযোদ্ধা আলহাজ এ, এইচ, এম নুরুজ্জামান এর যৌথ সাংবাদিক সম্মেলন ।

সুধী আসসালামুআলাইকুম, আমাদের (বিউটি আক্তার ও মাহাবুব বিন হাসান) বিরুদ্ধে গত ইং ০৬/০৫/২০২১ তারিখে মানবন্ধনকারীদের কোনো সত্যতা নাই। কারন আমরা ( মাহাবুব বিন হাসান ও বিউটি আক্তার) রেজিস্ট্রি কাবিন নামা মূলে (২৬/০৪/২০১৭ ইং) এ স্বামী স্ত্রী । আমরা একত্রে বসবাস করিব এটাই ইসলামী শরিয়ত এবং আইনের দৃষ্টিতে বৈধ। সে কারনে যাহারা আমাদের বিরুদ্ধে মানববন্ধন করিয়াছে, তাহারা প্রত্যেকেই আইনগত ভাবে অপরাধ করিয়াছে। তাহা ছাড়া যাহারা মানববন্ধন করিয়াছে তাহাদের বিরূদ্ধে আমি (বিউটি আক্তার) ৩৯৫/৩৯৭ ধারায় কুষ্টিয়া আমলী আদালতে মামলা করিয়াছি যাহা পি বি আই কুষ্টিয়াতে তদন্তাধীন রহিয়াছে।

সেক্ষেত্রে ও মানববন্ধনকারীরা আইনের ব্যাতয় ঘটাইয়াছেন কারন তদন্ত শেষ না হওয়ার আগে আসামী পক্ষের এই মামলা সংক্রান্ত কোনো মন্তব্য করার সুযোগ নাই। তাছাড়া ২১/০৪/২০২১ তারিখে আমার (বিউটি আক্তার) বাড়িতে ডাকাতি ঘটনার দিন হইতে ২নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব নজরুল ইসলাম নজু আমাদের ( মাহাবুব বিন হাসান বিউটি আক্তার) দম্পত্তির নিকট ৫,০০০০০/= (পাঁচ লক্ষ) টাকা চাঁদা চাহিয়া আসিতেছে সে কারনে আমরা (মাহাবুব বিন হাসান ও বিউটি আক্তার) দম্পত্তি ২৭/০৪/২০২১ ইং তারিখে তাহাদের (নজরুল ইসলাম নজুগণ) এর হুমকি, চাঁদা দাবি ও নিরাপত্তা জনিত কারনে আমরা নিজ বাড়ি তালা মেরে অন্যত্র বাসা ভাড়া নিয়ে বসবাস করিতেছি।

সে কারনেও নজরুল ইসলাম নজুর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলিতেছে। আমার (বিউটি আক্তার) ডাকাতি মামলার এজাহার ভুক্ত আসামি আমাজাদ হোসেন (কুটি) নিজে মাদক সেবি ও সে পরোক্ষভাবে মাদকের ব্যবসার সঙ্গে জড়িত এবং মাদক সেবিদের দিয়ে আমাদের (মাহাবুব বিন হাসান ও বিউটি আক্তার) দম্পত্তিকে বিভিন্ন সময় চাঁদার জন্য হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করিতেছে। সঠিক বিষয়টি সাংবাদিক ভাইদের অবগত করার জন্য আজকের এই সাংবাদিক সম্মেলন।

আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আমরা সঠিক ন্যায় বিচার ও প্রতিকার চাচ্ছি। আপনারা আপনাদের পত্রিকায় এই সংবাদ প্রকাশ করে সত্য ও সঠিক বস্তনিষ্ঠ প্রকৃত ঘটনা জনসাধারনকে জানাতে আমাদের (মাহাবুব বিন হাসান ও বিউটি) দম্পত্তিকে সহযোগিতা করিবেন। ধন্যবাদান্তে মোঃ মাহাবুব বিন হাসান পিতা: বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এ, এইচ, এম নুরুজ্জামান ভেড়ামারা, কুষ্টিয়া। ও মোছাঃ বিউটি আক্তার স্বামী: মোঃ মাহাবুব বিন হাসান।

সর্বশেষ - আলোচিত

Design and Developed by BY AKATONMOY HOST BD