মুহাম্মদ আব্দুর রশিদঃ বাশঁখালীউপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জহিরুলইসলামকে৬/৫/২১ইংরেজি তারিখে চট্টগ্রামএর টেরি বাজার থেকে রাত৮টায় ডিবিপুলিশ গ্রেফতার করেছে। পটিয়ার হেফাজতের ঘটনায় উস্কানি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানান তার পরিবার। আজ আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করেন। মহামান্য আদালত আগামী রবিবার দিন ধার্য্য করেন।