সুলতান মাহমুদঃসিরাজগঞ্জ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ০১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৭ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ ইব্রাহিম খলিলের নেতৃত্বে একটি আভিযানিক দল ঢাকা-বগুড়া মহাসড়কে চান্দাইকোনাগামী বিভিন্ন যানবাহনে তল্লাশি পরিচালনাকালীন সময়ে ১টি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ০১ কেজি গাঁজাসহ মোঃ সাইফুল ইসলাম (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ সাইফুল ইসলাম (১৯) লালমনিরহাট সদর উপজেলার হাতুড়া এলাকার আব্দুস সালামের ছেলে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সরনী ১০(ক) ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।