মোয়াজ্জেম হোসেনঃ পটুয়াখালী প্রতিনিধি।। কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামে নিজ বাড়িতে গাব গাছের সাথে গামছার সাহায্যে গলায় ফাঁস লাগিয়ে রুবেল হাং (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছে। মৃত রুবেল হোসেনপুরের আলম হাওলাদার এর পুত্র। শুক্রবার গভীর রাতে সেহরির পূর্বে এ ঘটনা ঘটেছে বলে আশংকা করা হচ্ছে।
কলাপাড়া থানা পুলিশ এবং মৃত রুবেলের পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত রুবেল ঢাকায় দিন মজুরের কাছ করত। বেশ কিছুদিন হল বাড়িতে আসছে। বাড়িতে আসার পর থেকেই সে অস্বাভাবিক আচরন করছিল। তাকে দেখে সকলেই মনে করত সে নেশাগ্রস্থ। পরবর্তীতে একই ইউনিয়নের মোস্তফাপুরে নিহতের শ্বশুর বাড়িতে বেড়াতে গেলে সেখানেও তার আচরন স্বাভাবিক ছিল না। শ্বশুর বাড়ির লোকজন তার আচরন দেখে বাবাকে ফোন করে। ফোন পেয়ে বাবা ছেলেকে বাড়িতে নিয়ে আসে। শুৃক্রবার গভীর রাতে বাবা ছেলে এক জায়গায় ঘুমাতে যায়। তারা মধ্যরাত পর্যন্ত দু’জনে পারিবারিক বিভিন্ন বিষয়ে আলোচনা করে। আলোচনার মাঝে বাবা ঘুমিয়ে পড়লে রুবেল এই আত্মহত্যার ঘটনা ঘটায়।
পরবর্তীতে মৃতের মা সেহরি খাবার পূর্বে বাহিরে গেলে ঘরের পাশেই গাব গাছের নিছে প্রথমে মোবাইল এবং জুতা পড়ে থাকতে দেখেন। কাছে যেতেই গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় রুবেলকে গাব গাছে ঝুঁলতে দেখেন। মায়ের চিৎকারে বাবা ছুটে এসে গাছ থেকে রুবেল কে নামায়। ততক্ষণে তার মৃত্যু নিশ্চিত হয়ে যায়।
স্থানীয় মেম্বার ও বাবা দুজনেই বলেন, মৃত রুবেল আসলেই নেশাগ্রস্থ ছিল এবং পুলিশও এর প্রমান পায়। রুবেলের দুই হাতে অসংখ্য ব্লেডের পুরনো আঘাতের চিহ্ন দেখা গিয়েছে। মানসিক অবসাদ জনিত কারনে রুবেল আত্মহত্যা করতে পারে বলে পরিবারের ধারনা।কলাপাড়া থানার (ওসি) তদন্ত মো: আসাদুর রহমান বলেন, প্রতিবেশী, স্থানীয় মেম্বর ও চৌকিদার ফোন করে ঘটনা জানালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালীতে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি ই,ইউ,ডি মামলা হয়েছে।