শনিবার , ৮ মে ২০২১ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

সৌনাইমুড়িতে ইলেকট্রিক মিস্ত্রিকে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ২

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
মে ৮, ২০২১ ১১:৫৭ অপরাহ্ণ

ইব্রাহিমঃ নোয়াখালীর সোনাইমুড়ীতে এক ইলেকট্রিক মিস্ত্রিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।আটক দুজন হলেন মো. বাবুল ও তার ছেলে মো. সুজন।নিহত গোলাম কিবরিয়া রাশেদের বাড়ি উপজেলার ৮ নম্বর সোনাপুর ইউনিয়নের মেরিপাড়া গ্রামে।রাশেদের মামা সেলিম ভূঞা  জানান।
কিছুদিন আগে রাশেদ তার চাচাতো ভাই আবদুর রহিমের রেস্তোরাঁয় ইলেকট্রিকের কাজ করে। কাজের পাওনা টাকা চাইতে গেলে রহিমের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়।এ ঘটনার জেরে গত ২ মে তাকে বাড়ি থেকে তুলে রেস্তোরাঁয় নিয়ে বেঁধে রেখে পিটায় রহিম। পরিবারের লোকজন এ খবর পেয়ে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।এ ঘটনার কয়েকদিন পর গত শুক্রবার রাতের কোনো একসময় রাশেদ প্রস্রাব করার জন্য বাড়ির বাইরে গেলে রহিম তাকে আবারও পিটিয়ে ঘরের সামনে ফেলে রেখে যায়। সেহরি করার জন্য ভোররাতে পরিবারের সদস্যরা ঘুম ভেঙে উঠে তাকে মুমূর্ষু অবস্থায় পায়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে রাশেদের মৃত্যু হয়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন জানান, এ ঘটনার পর থেকে রহিম পলাতক। পুলিশ বাড়ি থেকে রহিমের ভাই বাবুল ও তার ছেলে সুজনকে আটক করেছে। তাদের নামে হত্যা মামলা প্রক্রিয়াধীন।ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ - আলোচিত

Design and Developed by BY REHOST BD