জাহিদুল ইসলাম নিক্কন: জাকাতের কাপড় নিতে গিয়ে পাবনায় দুই ভিক্ষুকের মারামারি ও ছুরিকাঘাতে এক নারী ভিক্ষুক নিহত হয়েছে । শনিবার সকালে শহরের দিলালপুরে এ ঘটনা ঘটে । নিহত ভিক্ষুকের নাম আল্লাদী খাতুন ( ৪৫ )। প্রত্যক্ষদর্শী আসমা খাতুন নামের এক ভিক্ষুক জানান , রমজানের ঈদ উপলক্ষ্যে বড় বাজার এলাকাসহ আশপাশ মহল্লায় ভিক্ষা ও জাকাতের কাপড় সংগ্রহের জন্য দিলালপুর মহল্লার বড়বাজার সংলগ্ন পানির ট্যাংক এলাকার একটি বাড়ির সামনে কয়েকজন ভিক্ষুক জড়াে হন।
এ সময় ভিক্ষুক আল্লাদীর ( ৪৫ ) সঙ্গে আরেক নারী ভিক্ষুকের বাগবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতি শুরু হলে পাশে থাকা লুঙ্গি ও পাঞ্জাবি পরিহিত এক মধ্যবয়সী পুরুষ ভিক্ষুক এসে আল্লাদীকে ধারালাে ছুরি দিয়ে এলােপাতাড়ি ছুরিকাঘাত করেন। এ সময় অন্য ভিক্ষুকেরা ধাওয়া দিলে পুরুষ ভিক্ষুকটি পালিয়ে যান। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন , শবে বরাতের রাতে ওই নারী ভিক্ষুকের সাথে ভিক্ষুক আল্লাদীর কথাকাটাকাটি হয়েছিল।
ধারনা করা হচ্ছে সেই থেকে দুজনের মধ্যে বিরােধ চলছিল। সেই বিরােধের জেরধরে এই হত্যা কান্ড সংঘঠিত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। ঘাতকের বাড়ি সুজানগর উপজেলায় বলে জেনেছেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয় । আল্লাদী শহরের অনন্ত বাজার সংলগ্ন দ্বীপচরে ভাড়া বাড়িতে থাকতেন । তিনি আরও বলেন , ঘটনাস্থলের একটি বাড়ির সিসি ক্যামেরা ফুটেজ দেখে ঘাতককে চিহ্নিত করা হচ্ছে । পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) নাসিম আহমেদ জানান , মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানাে হয়েছে । এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।