রবিবার , ৯ মে ২০২১ | ২০শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

পাবনা ঈশ্বরদীতে সিনথিয়া সু নিজ দোকানে হিরােইনসহ আটক ১

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
মে ৯, ২০২১ ১১:২২ অপরাহ্ণ

জাহিদুল ইসলাম নিক্কন: ঈশ্বরদীতে হিরােইনসহ সােহেল রানা ওরফে ফেন্সি সােহেল (৪৫) নামের পৌরসভা ৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদককে আটক করা হয়েছে। শনিবার দুপুরে গােপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খ সার্কেলের সদস্যরা ঈশ্বরদী বাজারের জাকির সুপার মার্কেটের নিজ ব্যবসা প্রতিষ্ঠান সিনথিয়া সু দোকান থেকে আটক করা হয়। আটক ফেন্সি সােহেল ঈশ্বরদী পৌর ৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও শহরের মশুড়িয়া পাড়ার মৃত মসলেম উদ্দিনের ছেলে।

এই সময় তার নিকট থেকে ২০ গ্রাম হেরােইনসহ নগদ ১৯ হাজার টাকা উদ্ধার করা হয়। একাধিক সুত্র জানান , ফেন্সি সােহেল দলীয় ক্ষমতা ব্যবহার করে ও স্থানীয় প্রভাবশালী কয়েকজন নেতার ছত্রছায়ায় প্রথমের দিকে ফেন্সিডিলের ব্যবসা চালিয়ে আসছিলাে। এরপর সে হিরােইন ব্যবসা করে। আর্থিকভাবেও প্রভাবশালী হয়ে উঠেছে। মাদক ব্যবসাকে লােকচক্ষুর আড়াল করতে ঈশ্বরদী বাজারের জাকির সুপার মার্কেটের দ্বিতীয় তলায় বিশাল পরিসরে সিনথিয়া সু দোকান দিয়েছেন।

জুতা স্যান্ডেলের ব্যবসার আড়ালেই ফেন্সি সােহেল হিরােইন ব্যবসা চালিয়ে আসছিলাে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খ সার্কেল ঈশ্বরদীর ইনচার্জ সানােয়ার হােসেন জানান , দীর্ঘদিন ধরে আটক ফেন্সি সােহেল জুতা স্যান্ডেলের ব্যবসার আড়ালে হিরােইনসহ বিভিন্ন ধরণের মাদক দ্রব্যের ব্যবসা চালিয়ে আসছিলাে। গােপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে ঈশ্বরদী বাজারের জাকির সুপার মার্কেটের নিজ ব্যবসা প্রতিষ্ঠান সিনথিয়া সু দোকান অভিযান চালিয়ে প্রথমে দুই গ্রাম হিরােইনসহ আটক করা হয়। পরে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে বিশেষ উপায়ে রাখা আরাে ১৮ গ্রাম হিরােইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য দুই লাখ টাকা ।

ফেন্সি রানা পেশাদার মাদক ব্যবসায়ী । তার বিরুদ্ধে আরাে ৪ টি মাদক মামলা রয়েছে। এদিকে নিজেকে ঈশ্বরদী পৌরসভা ৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক দাবী করলেও জেলা যুবলীগের আহবায়ক কমিটির আহবায়ক আলী মূর্তজা বিশ্বাস সনি দাবী করেন , আমাদের ঈশ্বরদী পৌরসভা কমিটি নেই। স্থানীয় একটি সূত্র জানায় , এই ফেন্সি সােহেল গত কয়েক বছর ধরে যুবলীগের পরিচয়ে মাদক ব্যবসা করে কোটি টাকার মালিক বনে গেছেন। সে বাজারে নিজস্ব দোকানের নামে সেখানে বসে মাদক ব্যবসা পরিচালনা করতেন বলেও অভিযােগ তার বিরুদ্ধে। এই ফেন্স সােহেলের অত্যচারে ঈশ্বরদী পৌর এলাকার লােকজন অতিষ্ঠ থাকতাে। তার দাপটের কারনে কেউ মুখ খােলার সাহস পেত না বলেও জানান তারা।

সর্বশেষ - আলোচিত

আপনার জন্য নির্বাচিত

রামগড় পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

তানোরে এক গাভীর তিন বাছুর

লক্ষ্মীপুর কমলনগরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ফুটপাতে, আহত ১০

দুড়দুড়িয়া ইউনিয়নে নৌকার ভরাডুবি,নির্মাণ সামগ্রী তুলে নিয়ে গেল নৌকার প্রার্থী,দুঃখ প্রকাশ এলাকাবাসীর

জমি দখল ও চাঁদাবাজির দায়ে ছাত্রলীগ নেতাসহ ৬ জন গ্রেফতার 

রামগড়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে চলছে ৩ মাস ধরে প্রশাসনিক কার্যক্রম

ধামইরহাট থানার ওসি আবদুল মমিন রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত

রুপসায় প্রথম শ্রেণীর শিশু ধর্ষন থানায়  মামলা দায়ের

গরু বোঝাই নছিমন ও ২ মোটর সাইকেল সংঘর্ষের আরোহী আহত

চকরিয়ায় আলোচিত লতিফ হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটন

Design and Developed by BY REHOST BD