মাসুদ রেজাঃ সিরাজগঞ্জে র্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ন র্যাব- ১২ সদস্যরা সদর থানাধীন পৌর শহরের নিউমার্কেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৫০৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের আব্দুল্লাহ (৪৫) ও পৌর এলাকার মাহমুদপুর পূর্বপাড়া মহল্লার নুরুল ইসলাম (৫৫)।
র্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ন র্যাব -১২’র অফিসার সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় , গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার(৭ মে) সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর থানাধীন পৌর শহরের নিউমার্কেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৫০৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সরনী ১০(ক) ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।