রবিবার , ৯ মে ২০২১ | ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

সুনামগঞ্জে যাদুকাটা নদীর তীর কেটে বালু নিয়ে যাচ্ছে লতিফ বাহিনী

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
মে ৯, ২০২১ ১১:৪৪ অপরাহ্ণ

শাহীন আলমঃ সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদীর আনোয়ারপুর এলাকায় মোদেরগাঁও গ্রামের আব্দুল লতিফ বাহিনীর অত্যাচার নির্যাতন নিপীড়ন এবং নদীর পাড় কেটে প্রতিদিন ২০/৩০ বলগেট নৌকা দিয়ে কয়েকলাখ উত্তোলনে অতিষ্ট স্থানীয় জনসাধারন। মো. আব্দুল লতিফ ইউনিয়নের মোদেরগাওঁ গ্রামের জাবেদ আলীর ছেলে। তার অত্যাচারে অসহায় নিজ গ্রামসহ আশপাশের নিরীহ লোকজন।

 

এই লতিফের বিরুদ্ধে চুরি ডাকাতিসহ নারী নির্যাতনের একাধিক মামলা রয়েছে। তার অপক¤্ররে বিরুদ্ধে থানায় গিয়ে ভয়ে মামলা করার সাহস পাচ্ছেন না। সে নিরীহ মানুষজনের জায়গা জোরপূর্বক দখল করার ও অভিযোগ রয়েছে ঐ সমস্ত জায়গাতে ঘর নির্মাণ ও করছেন। স্থানীয়রা জানান, মোদেরগাওঁ গ্রামের মো. আব্দুল লতিফ মিয়ার নেতৃত্বে একটি সিন্ডিকেটচক্র প্রতিরাতে ২০/৩০টি বলগেট নৌকা নিয়ে নদীর পাড় কেটে আনুমানিক ৭/৮ লাখ টাকার বালু নিয়ে যাচ্ছেন ফলে অল্পদিনেই আঙ্গুল ফুলে গলাগাছ বনে গেলে ও দেখার যেন কেহ নেই। এই আব্দুল লতিফ গত দিন পূর্বে মোদেরগাঁও গ্রামের এক নিরীহ ব্যবসায়ী হুমায়ূনের নিকট ত্রিশহাজার টাকা চাদাঁ বাদি করলে তিনি দিতে অপারগতা প্রকাশ করায় লতিফসহ তার বাহিনীর সদস্যরা মিলে তাকে বেদড়ক পিঠিয়ে ডান হাত ভেঙ্গে দেয় বলে ও অভিযোগ রয়েছে। সে মোদেরগাওঁ গ্রামের গিন্দু মিয়ার ছেলে।

 

সে বর্তমানে ময়মনসিংহ চিকিৎসা শেষে বর্তমানে বাড়িতে অবস্থান করলেও লতিফ বাহিনীর হুমকি দামকীতে নিরাপত্তাহীনতায় ভুগছেন। লতিফ বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সুনামগঞ্জের পুলিশ সুপারের নিকট দাবী জানান আহত জাবেদের পরিবার ও তার স্বজনেরা। এ ব্যাপারে অভিযুক্ত মো. আব্দুল লতিফের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য
জানা সম্ভব হয়নি।

 

এ ব্যাপারে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার জানান, এই লতিফ বাহিনীর নদীর পাড় কেটে বালু নেওয়ার বিষয়ে অভিযোগ রয়েছে। এজন্য থানা পুলিশের তরফ থেকে পুলিশী টহল অব্যাহত রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের হুশিয়ারী দেন তিনি।

সর্বশেষ - আলোচিত

আপনার জন্য নির্বাচিত

শাহজাদপুরে স্মার্ট কার্ড বিতরনে পরিদর্শন করলেন নির্বাচন কমিশনার

পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ,থানায় মামলা

১২ নং নিত্যানন্দপুর ইউনিয়ন ভূমি অফিস এর ভিত্তিপ্রস্তর স্থাপন

উচ্চ শিক্ষিতরাই দেশে ঘুষ-দূর্নীতি করে: বিশ্বনাথে এনায়েত উল্লাহ আব্বাসী

লালমনিরহাটে শিক্ষকের বাড়ি থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার।

নরসিংদীতে তেল গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জেলা বিএনপির লিফলেট বিতরণ

ইসলামপুরে অগ্নিকাণ্ডে ৫ পরিবারের ক্ষতিগ্রস্তদের পাশে ঈদগাঁও সাংবাদিক ফোরাম

শিশুদের একমাত্র বিনোদন কেন্দ্র শিশু পার্কের উন্নয়ন মূলক কাজ চলমান

মদন থানা এখন মানুষ খুনের  শীর্ষ স্থান, প্রতিনিয়তই হচ্ছে মানুষ খুন

কুলিয়ারচরে ইয়াবা ও নগদ টাকা সহ তিন মাদক ব্যবসায়ী আটক 

Design and Developed by BY AKATONMOY HOST BD