রবিবার , ৯ মে ২০২১ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

সুনামগঞ্জে যাদুকাটা নদীর তীর কেটে বালু নিয়ে যাচ্ছে লতিফ বাহিনী

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
মে ৯, ২০২১ ১১:৪৪ অপরাহ্ণ

শাহীন আলমঃ সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদীর আনোয়ারপুর এলাকায় মোদেরগাঁও গ্রামের আব্দুল লতিফ বাহিনীর অত্যাচার নির্যাতন নিপীড়ন এবং নদীর পাড় কেটে প্রতিদিন ২০/৩০ বলগেট নৌকা দিয়ে কয়েকলাখ উত্তোলনে অতিষ্ট স্থানীয় জনসাধারন। মো. আব্দুল লতিফ ইউনিয়নের মোদেরগাওঁ গ্রামের জাবেদ আলীর ছেলে। তার অত্যাচারে অসহায় নিজ গ্রামসহ আশপাশের নিরীহ লোকজন।

 

এই লতিফের বিরুদ্ধে চুরি ডাকাতিসহ নারী নির্যাতনের একাধিক মামলা রয়েছে। তার অপক¤্ররে বিরুদ্ধে থানায় গিয়ে ভয়ে মামলা করার সাহস পাচ্ছেন না। সে নিরীহ মানুষজনের জায়গা জোরপূর্বক দখল করার ও অভিযোগ রয়েছে ঐ সমস্ত জায়গাতে ঘর নির্মাণ ও করছেন। স্থানীয়রা জানান, মোদেরগাওঁ গ্রামের মো. আব্দুল লতিফ মিয়ার নেতৃত্বে একটি সিন্ডিকেটচক্র প্রতিরাতে ২০/৩০টি বলগেট নৌকা নিয়ে নদীর পাড় কেটে আনুমানিক ৭/৮ লাখ টাকার বালু নিয়ে যাচ্ছেন ফলে অল্পদিনেই আঙ্গুল ফুলে গলাগাছ বনে গেলে ও দেখার যেন কেহ নেই। এই আব্দুল লতিফ গত দিন পূর্বে মোদেরগাঁও গ্রামের এক নিরীহ ব্যবসায়ী হুমায়ূনের নিকট ত্রিশহাজার টাকা চাদাঁ বাদি করলে তিনি দিতে অপারগতা প্রকাশ করায় লতিফসহ তার বাহিনীর সদস্যরা মিলে তাকে বেদড়ক পিঠিয়ে ডান হাত ভেঙ্গে দেয় বলে ও অভিযোগ রয়েছে। সে মোদেরগাওঁ গ্রামের গিন্দু মিয়ার ছেলে।

 

সে বর্তমানে ময়মনসিংহ চিকিৎসা শেষে বর্তমানে বাড়িতে অবস্থান করলেও লতিফ বাহিনীর হুমকি দামকীতে নিরাপত্তাহীনতায় ভুগছেন। লতিফ বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সুনামগঞ্জের পুলিশ সুপারের নিকট দাবী জানান আহত জাবেদের পরিবার ও তার স্বজনেরা। এ ব্যাপারে অভিযুক্ত মো. আব্দুল লতিফের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য
জানা সম্ভব হয়নি।

 

এ ব্যাপারে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার জানান, এই লতিফ বাহিনীর নদীর পাড় কেটে বালু নেওয়ার বিষয়ে অভিযোগ রয়েছে। এজন্য থানা পুলিশের তরফ থেকে পুলিশী টহল অব্যাহত রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের হুশিয়ারী দেন তিনি।

সর্বশেষ - আলোচিত

আপনার জন্য নির্বাচিত

পাথরঘাটায় বাইপাস রাস্তার দাবীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

ভোলায় বাপ্তা সন্ত্রাসী কায়দায় দিনমজুরের স্ত্রী ও কলেজ পড়ুয়া মেয়ের উপর হামলা, থানায় মামলা, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

নওগাঁর বদলগাছীতে বিয়ের দাবীতে কলেজ ছাত্রীর অনশন

বিতর্কিত সাবেক ছাত্রলীগ নেতা আলমগীরের অপকর্মে অতিষ্ট এলাকাবাসী প্রশাসন নিরব 

ধামইরহাটে এক শিশু গলায় ফাঁস আত্নহত্যা করেছে

ভাঙ্গায় মহাসড়ক কে অজ্ঞাতনামা গাড়ি ভ্যানে সঙ্গে সংঘর্ষে নিহত (১)

চৌদ্দগ্রামে মিথ্যা মামলা দিয়ে প্রবাসীকে হয়রানি

গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে –স্পীকার। 

চিরিরবন্দরে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরন উদ্বোধন   

স্ত্রীর অত্যাচারে অতিষ্ঠ, বিয়ের সাত দিনের মাথায় স্বামীর আত্মহত্যা!

Design and Developed by BY REHOST BD