সোমবার , ১০ মে ২০২১ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

টিয়ার ছানা চুরি হওয়াকে কেন্দ্র করে পুলিশ সুপারকে মেসেজ কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
মে ১০, ২০২১ ১২:৪৬ পূর্বাহ্ণ

আলমগীর কবির পল্লব : আমিনপুর থানাধীন নয়াবাড়ী গ্রামের কাজী সারোয়ার আলম পিয়ার (৫৮) আলীর বসত বাড়ির বাহির আঙিনায় বেশ বড় বড় নারিকেল গাছ আছে প্রত্যেকটি নারিকেল গাছের দৈর্ঘ্য প্রায় ৫০ ফিট করে। তারমধ্যে একটি নারকেল গাছ পিয়ার আলীর শয়ন ঘরের জানালার পাশে অবস্থিত।

অনুমান পাঁচ বছর পূর্বে গাছটির মাথায় বজ্রপাত হলে গাছটি মারা যায়। মাটি হতে প্রায় ৪০ ফিট উপরে উক্ত নারকেল গাছের মধ্যে একটি গর্ত সৃষ্টি হয় এবং সেই গর্তে গত দুই থেকে আড়াই মাস পূর্বে এক জোড়া টিয়া পাখি বাসা বাঁধে, ডিম দেয়, ডিম থেকে বাচ্চা ফোটে, মা পাখিটা প্রতিদিন বাচ্চা টিয়া পাখি জোড়া কে খাওয়াতো সেই দৃশ্য পিয়ার আলী তার বাড়ির আঙিনায় বসে দেখত, গতকাল হঠাৎ করে বাচ্চাগুলো না পাওয়ায় সেগুলো চুরি হয়েছে সন্দেহ করে পিয়ার আলী পুলিশ সুপার পাবনাকে মেসেজ করে জানান।

পুলিশ সুপারের নির্দেশনায় ওসি আমিনপুর জানতে পারেন গত বৃহস্পতিবার অর্থাৎ ০৬/০৫/২০২১ তারিখে নয়াবাড়ি গ্রানের জনৈক ব্যক্তির নজর পড়ে পিয়ার আলীর সুউচ্চ নারিকেল গাছের চল্লিশ ফুট উপরে কোঠরে বেড়ে ওঠা সুন্দর সেই ছানা জোড়ার উপর।তার নজর যেন শকুনের মত বারবার ছোবল মারতে থাকে। মায়ের বুকের মাঝে লুকিয়ে থাকা ছানা জোড়াকে মায়ের ভালো বাসা থেকে বঞ্চিত করার জন্য মরিয়া হয়ে ওঠে।

 

 

 

মায়ের কোল থেকে ছানা জোড়াকে চিরতরে বঞ্চিত করার জন্য গত ইংরেজি ০৬ মে ঠিক মাগরিবের আযানের ১০ মিনিট পরেই সে (যে কোন গাছে উঠতে পারদর্শী ) তার নিজের জীবনের তোয়াক্কা না করে পিয়ার আলীর বাড়িতে কেউ না থাকার সুযোগ বুঝেছো মেরে ছানা জোড়া নিয়ে যাওয়ার সময় নয়া বাড়ি শীল পাড়া গ্রামের আরেক ব্যক্তির সাথে দেখা হলে,ঐ ব্যক্তি তার নিকট থেকে ১৫০০ টাকার বিনিময়ে টিয়া পাখির ছানা জোড়া কিনে নেয়। টাকা পেয়ে সে বাড়িতে না গিয়ে সেই টাকার মধ্য হইতে ৪০০ টাকা দিয়ে একটি শার্ট এবং ২০০ টাকা দিয়ে তাহার পায়ের স্যান্ডল কিনে। ৫০০ টাকা এলোমেলো খরচ করে আর বর্তমানে ৪০০ টাকা অবশিষ্ট আছে।

পুলিশ সুপার পাবনার নির্দেশনায় ওসি আমিনপুর সন্দেহবশত গতকাল রাতে উক্ত ব্যক্তির বাসায় গিয়ে তাকে জিজ্ঞাসাবাদে সে প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে তার ভিতরে বোধোদয় হওয়ায়, আজ সকালে যে কিনেছিল তার নিকট থেকে টিয়া পাখির ছানা জোড়া নিয়ে আসে। পরে এস আই রিপন কে পাঠিয়ে উক্ত বাচ্চাজোড়া উদ্ধার করে থানায় আনা হয়। পাখির মালিক পিয়ার আলীকে তাহার প্রিয় সেই টিয়া পাখির ছানা জোড়া উদ্ধার করা হয়েছে জানালে তিনি ভীষন খুশি হন। পেয়ার আলী ও ওসি আমিনপুর থানা টিয়া পাখির বাচ্চা দুটোকে আজ মুক্ত করেন। দায়ী ব্যক্তি বন্যপ্রানী আর এভাবে শিকার করবেন না বলে অঙ্গীকার করায় তাকে মুচলেকা দিয়ে তার আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - আলোচিত

আপনার জন্য নির্বাচিত

মেহেরপুরে ফেনসিডিল ও গাঁজাসহ মাদক কারবারি আটক

সবাই ঈদে আনন্দে ব্যস্ত ছাত্রলীগ লাশ দাফনে ব্যস্ত

৫ দিনের সফরে আজ কিশোরগঞ্জে আসছেন রাষ্ট্রপতি

বাংলাবাজার–শিমুলিয়া নৌপথ এক মাস ধরে ফেরি বন্ধ, ঝুঁকি নিয়ে পার হচ্ছে পদ্মা। 

কাহালুতে গরীব কৃষকের ধান কেটে দিলো স্বেচ্ছা সেবকলীগ

কেন্দুয়ায় ‘নেত্রকোনা পল্লীবিদ্যুৎ সমিতি’র বিলের কাগজ ‘নোয়াখালী পল্লীবিদ্যুৎ সমিতি’র নামে

শুরু হলো অগ্নিঝরা মার্চ

মধুপুরে পাওয়া যাচ্ছে না “নাপা ও নাপা এক্সট্রা ট্যাবলেট

ভূরুঙ্গামারী মহিলা কলেজের প্রতিষ্ঠাতা ও”কারমাইকেল” কলেজের সাবেক উপাধ্যক্ষ ফজলুর রহমান আর নেই !!

খুলনা বিভাগে করোনায় মৃত্যর সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে।

Design and Developed by BY AKATONMOY HOST BD