আবুর হাসানঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে রোববার (৯ মে) সকালে বজ্রপাতের আঘাতে আলেয়া বেগম (৩২) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ৭ টার সময় বাড়ির পাশে লাগানো ধানক্ষেত দেখতে যায় আলেয়া বেগম। এসময় আচমকা বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যায়৷
কষ্টের লাগানো ধানক্ষেত দেখে আর বাড়ি ফেরা হলোনা দরিদ্র আলেয়া বেগমের। আলেয়া বেগমের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পরিবারে। মৃত আলেয়া বেগম উপজেলার ৬নং ভাতুরিয়া ইইউপি’র মহেদ্রগাঁও গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী ৷ হরিপুর থানা পরিদর্শক (ওসি) এম এম আওরঙ্গজেব বজ্রপাতে আলেয়া বেগমের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন৷