রাইয়ান ঈসাঃ বিগত কয়েকদিন ধরে ঈদে বাড়ি ফেরার মানুষের ঢল বেড়েছে। আজ পটুয়াখালী জেলার আন্ত বাস টার্মিনালে বাড়ি ফেরা মানুষের ভীর লক্ষ করা গেছে। আজ রবিবার ০৯/০৫/২০২১ সকালে পটুয়াখালী জেলার বাস টার্মিনালে মানুষের ভির লক্ষ করা যায়৷ ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে ঈদকে সামনে রেখে বাড়ি ফেরা শুরু করেছে সাধারন মানুষ, এ কারনে শহরের বিভিন্ন স্থানে লোক সমাগোম ও বেড়ে চলেছে।
এতে করোনা ভাইরাসটি ছড়িয়ে পরার আশংকা রয়েছে। এ ব্যপারে পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্ক বিরাজ করছে বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে।আন্যদিকে পটুয়াখালী জেলার ব্যবসায়িক কেন্দ্র গুলোতেও বেড়েছে মানুষের ভীর। এ সকল ব্যপারে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার দাবি জানিয়েছেন পটুয়াখালীর সাধারণ জনগন। জেলা প্রশাসন এ ব্যপারে সবসময় সচেতন আছে বলে জানা গেছে।