নবাবগঞ্জ প্রতিনিধিঃ বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতাঃ একসূত্রে গাঁথা এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালিত হয়েছে। রবিবার বেলা ১২টায় নবাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় দুই দিন ব্যাপী এ মেলার উদ্বোধন করেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোফাজ্জল হোসেন, একাডেমিক সুপার ভাইজার মোঃ শফিউল আলম, নবাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোফায়েল হোসেনসহ প্রমুখ। মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৪টি ষ্টল স্থান পায়।