জেলা প্রতিনিধিঃ মেট্রোরেলের দ্বিতীয় চালান নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ এমভি ওশান গ্রেস।আজ রবিবার (৯ মে’২১) দুপুর ২টায় বিশ্ব খ্যাত “জাপানের কোবে” বন্দর থেকে ছয়টি কোচ(বগী) নিয়ে বন্দরের ৬নং জেটিতে নোঙ্গর করলো এই জাহাজটি।
বিদেশী এ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট “এনসিয়েন্ট স্টিম শিপ কোম্পানী লিমিটেড”। এই কোম্পানীর জেনারেল ম্যানেজার জনাবমোঃওহিদুজ্জামান বলেন- এবারও আগেরমত মেট্রোরেলের ছয়টি কোচের ৪৮টি প্যাকেজ আনা হয়েছে উক্ত জাহাজে। অতী দ্রুত সময়ের মধ্যে জাহাজ থেকে মাল খালাস করে রেলের বগী গুলি নদীপথে ঢাকার উত্তরায় দিয়াবাড়ীতে পৌঁছানো হবে।রেলওয়ের এই যন্ত্রাংশ গুলি জাপানের “Kawasaki Mitsubishi consortium company Ltd” তৈরি করেছে বলে জানা গেছে। আর বাংলাদেশে কোচ আমদানিকারক প্রতিষ্ঠান হল – ” ঢাকা মাস ট্রানজিট কোম্পানী লিমিটেড” (DMTCL).
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল জনাব মোহাম্মদ আবু মুসা বলেন, পর্যায়ক্রমে ২০২২ সালের মধ্যে ২৪টি জাহাজে মেট্রোরেলের আরও ১৪৪টি বগি এ বন্দর দিয়ে আমাদানী ও খালাস করা হবে।এরআগে গত ৩১ মার্চ’২১ মেট্রোরেলের প্রথম চালান নিয়ে মোংলা বন্দরে আসে ” এসপি.এম ব্যাংকক” নামক একটি বিদেশী জাহাজ। মেট্রোরেল স্হাপনে বাংলাদেশের যাত্রা পথে নব দিগন্তের সুচনা হবে বলে সরকার তথা বিজ্ঞজনেরা আশাবাদ ব্যক্ত করেন।