সোমবার , ১০ মে ২০২১ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

ফুলপুরে উৎসর্গ চ্যারিটেবল ফাউন্ডেশন’ এর ব্যানারে ইস্কুল ছাত্রছাত্রীদের ঈদ উপহার বিতরণ

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
মে ১০, ২০২১ ২:২৪ পূর্বাহ্ণ

এস,এম,শামীমঃ  ময়মনসিংহের ফুলপুরে বিভিন্ন বিদ্যালয়ের মাধ্যমিক পর্যায়ের একদল ছাত্র-ছাত্রী তাদের ঈদের পোশাক কেনার টাকা ও বৃত্তির টাকা থেকে বাঁচিয়ে এবং অভিভাবকের কাছ থেকে সহযোগীতা নিয়ে ১০৫ টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে।
আজ ৯ মে (রোববার) সকাল ১১টায় ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ মাঠে ‘উৎসর্গ চ্যারিটেবল ফাউন্ডেশন’ এর ব্যানারে আনুষ্ঠানিকভাবে গরীব অসহায়দের মাঝে স্কুল ছাত্র-ছাত্রীদের ঈদ উপহার বিতরণ করা হয়েছে।তাদের দেওয়া উপহারের মধ্যে ছিল, জনপ্রতি নগদ ২ শত টাকা, ১ কেজি পোলাও চাল, ১ কেজি তেল, ১ প্যাকেট সেমাই ও ১ প্যাকেট গুঁড়োদুধ।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলপুর মহিলা কলেজের অধ্যক্ষ রওশন আরা বেগম, ফুলপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসিম উদ্দিন শেখ, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন প্রমুখ। এ সময় উৎসর্গ চ্যারিটেবল ফাউন্ডেশনের উপদেষ্টামন্ডলী, সদস্য শিক্ষার্থী ও উপকারভোগীরা সহ স্হানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শীতেষ চন্দ্র সরকার বলেন, কোমলমতি ছাত্র-ছাত্রীদের দৃষ্টান্তমূলক এ মহতী উদ্যোগ সমাজের অন্যান্য শ্রেণিপেশার লোকজনকে উৎসাহিত করবে। তিনি বর্তমান করোনাকালে ছাত্র-ছাত্রীদের ফেইসবুকে আসক্ত না হয়ে নিজ উদ্যোগে বাড়িতে লেখাপড়া চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি আরো জানান, ছাত্রছাত্রীরা নিজ নিজ এলাকায় স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতেও কাজ করতে পারে।
অনুষ্ঠানে সূচনা বক্তব্যে সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ধোবাউড়া ইসলামিক কলেজের প্রভাষক ফুলপুরের বাসিন্দা মোঃ মাজহারুল হাসান শামিম বলেন, করোনার এ দুঃসময়ে দুস্থদের পাশে দাঁড়ানোর জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন। সে প্রেক্ষিতেই বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ‘উৎসর্গ চ্যারিটেবল ফাউন্ডেশন’ এর ব্যানারে সংগঠিত হয়ে এ উদ্যোগ গ্রহণ করেছে।
উৎসর্গ সভাপতি ফুলপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ফাইজুল কবীর জিশান, সম্পাদক একই স্কুলের ১০ম শ্রেণির ছাত্রী মার্জিয়া আক্তার সামিয়া জানান, আমরা অসহায়দের মানবিক সাহায্য ও ঈদ উপহার দিচ্ছি এটা ভাবতেই আনন্দ লাগছে। এছাড়াও এমন কল্যাণমূলক তৎপরতা অব্যাহত থাকবে বলেও তারা জানান।

সর্বশেষ - আলোচিত

আপনার জন্য নির্বাচিত

দরিদ্র সহায়ক কৌশল ও পয়ঃবর্জ্য ব্যবস্থাপনানীতি বিষয়ক প্রশিক্ষণ ।

কেশবপুরে জাতীয় পতাকা অবমাননা করায় এক ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের ৭ দিনের জেল

দিনাজপুরের বিরামপুরে নিষিদ্ধ মাদকদ্রব্যসহ আটক ২

মুনির হাট,কুড়িঁঘাট, খেঁটে খাওয়া সোনার মানুষদের মিলনমেলা।

দিনাজপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রম পরিচালনার জন্য অফিসার ও ফোর্স এর মাঝে ব্রিফিং।

পোনা নদীতে পড়ে শিশু নিখোঁজ

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভয়াবহ অগ্নিকান্ডে এক ফায়ার সার্ভিস কর্মীসহ ৫জন আহত

জয়পুরহাটে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য কারাগারে

মঠবাড়িয়া জাতীয় পার্টির নেতাকে কুপিয়ে পা বিচ্ছিন্ন

ইবিতে বিচারকদের মিলনমেলা

Design and Developed by BY AKATONMOY HOST BD