রানা আহমেদঃ মহামারী করোনা ভাইরাসের মধ্যে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের কর্যক্রম সকাল ৮ থেকে বিকেল ৩ টা পর্যন্ত সচল থাকবে। তবে নতুন করে ভারত ভ্রমনের নিষেধাজ্ঞা আরো ১৪ দিন বাড়িয়েছে বাংলাদেশ সরকার।
বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের কর্মরত ডাক্তার আবু তাহের জানান, নিষেধাজ্ঞার গত ১৪ দিনে ভারত থেকে বাংলাদেশে ফিরেছেন ২ হাজার ৬৪৮ জন। এর মধ্যে ভারত থেকে করোনা আক্রান্ত হয়ে দেশে ফিরেছেন ১৭ জন পাসপোর্ট যাত্রী। এছাড়া আক্রান্ত যাত্রীদের যশোর সদর হাসপাতালের করোনা ইউনিটের রেড জোনে ও সাধারণ যাত্রীদের বেনাপোল, যশোর,খুলনা, সাতক্ষীরা, নড়াইলসহ বিভিন্ন আবাসিক হোটেল রাখা হয়েছে।
রোববার( ৯ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব। এসময় তিনি জানান, করোনার নতুন ধরণ ভেরিয়েন্ট সংক্রমণ রোধে ও শার্শা উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বেনাপোল ইমিগ্রেশনের কর্যক্রম সকাল ৮ টা থেকে বিকেলে ৩ টা পর্যন্ত সচল থাকছে। এই সময়ের মধ্যে দুই দেশে আটকা পড়া পাসপোর্ট যাত্রীরা আসলে নিজ নিজ দেশে প্রবেশ করতে পারবে। এছাড়া গত ২৬ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত ১৪ দিনের জন্য ভারত ভ্রমনের নিষেধাজ্ঞা জারি করেছিলো বাংলাদেশ সরকার।
তবে ভারতে করোনা পরিস্থিতি আরো খারাপ হওয়ায় বাংলাদেশ সরকার নতুন করে আরো ১৪ দিন নিষেধাজ্ঞা বাড়িয়েছে বলে তাদেরকে স্বরাষ্ট্রমন্ত্রনালয় থেকে চিঠি দিয়ে জানিয়েছেন বলে জানান তিনি। তিনি আরো জানান, শার্শা উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বেনাপোল ইমিগ্রেশন কর্যক্রম সকাল ৮ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত সচল রাখা হয়েছে।