তারিকুর রহমানঃ চুয়াডাঙ্গার জীবননগরে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে সোমবার বিকালে সীমান্ত এলাকার গয়েশপুর মাঠ থেকে ১ কেজি ৬৩ গ্রাম স্বর্ণসহ সীমান্ত ইউনিয়ন পরিষদের মেম্বার চোরাকারবারি ইস্রাফিল হোসেন (পুকু)-কে গ্রেফতার করা হয়েছে।সোমবার রাত ১২ টায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবির) সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার বিকাল ৪টা ৪০ মিনিটের সময় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্ত গয়েশপুর বিওপির নায়েব সুবেদার মোঃ জিলাস উদ্দিন এর নেতৃত্বে ৬ সদস্যবিশিষ্ট টহল দল জীবননগর উপজেলার গয়েশপুর স্কুল পাড়া মাঠে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে গয়েশপুর গ্রামের মৃত দৌলত হোসেনের ছেলে সীমান্ত ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার স্বর্ণ চোরাকারবারি ইস্রাফিল হোসেন পুকুকে (৪৭) ৩টি বিদেশী স্বর্ণের বার (১ কেজি ৬৩ গ্রাম) ও চোরাকারবারে ব্যবহৃত একটি আরটিআর এ্যাপাচি মোটরসাইকেল নগদ ১ হাজার কুড়ি টাকাসহ গ্রেফতার করেন।
আটককৃত স্বর্ণ, মোটর সাইকেল ও নগদ টাকাসহ সর্বমোট সিজার মূল্য ৫৯ লক্ষ ১৮ হাজার ৬১৬ টাকা।পরবর্তীতে আটককৃত আসামীকে ৩টি স্বর্ণের বার, মোটরসাইকেল এবং নগদ টাকাসহ জীবননগর থানায় সোপর্দ করে মামলা দায়ের কাযর্ক্রম প্রক্রিয়াধীন রয়েছে।