আমিরুল হকঃ নীলফামারীর সৈয়দপুরের কয়ানিজপাড়ায় অবস্থিত ইউনিক গিফট ফাউন্ডেশনেন অটিজম স্কুলে কম্পিউটার ও ঈদ উপহার প্রদান করা হয়েছে। রোববার বিকেলে ওই শিক্ষা প্রতিষ্ঠানে এসে এসব প্রদান করেন সংরক্ষিত আসনের সাংসদ রাবেয়া আলীম।এতে সভাপতিত্ব করেন ইউনিক গিফট ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক শেখ রোবায়তুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবী ও প্রকৌশলী একেএম রাশেদুজ্জামান, স্কুলের অভিভাবক সদস্য খাজা মঈনুদ্দিন, শামীমা খাতুন, আরজুমান্দ বেগম প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন অটিজম শিশুদের মুল ধরায় তুলে আনতে সরকার কাজ করে যাচ্ছে। বিদেশে বসবাসরত তাঁর (এমপি) দুই মেয়ের পাঠানো দুটি কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠানকে প্রদান করেন তিনি। একই সাথে তিনি শিক্ষার্থীর হাতে ঈদ উপহার হিসাবে নগদ অর্থ তুলে দেন।