নাহিদুল ইসলাম হৃদয়ঃ ঢাকা-পাটুরিয়া মহাসড়কে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।হাইওয়ে পুলিশের পরিদর্শক মোহাম্মদ রিয়াদ হোসেন বলেন, নিহত মোটরসাইকেল চালক সোহেলের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলরা এলাকায়। তিনি তার ভাড়ায়-চালিত মোটরসাইকেলে একজনকে নিয়ে পাটুরিয়া যাচ্ছিলেন।নিহত সেই আরোহীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তিনি পাটুরিয়া হয়ে মাগুরা যাচ্ছিলেন বলে জেনেছি।তাদেরকে কোন গাড়ি চাপা দিয়েছে তা এখন পযন্ত জানা যায়নি।