রাজু হোসেনঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্যে লক্ষ্মীপুর-১, রামগঞ্জ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার খানের নিজস্ব অর্থায়নে গরীব অসহায় দিনমজুর মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেন।
রবিবার (১০ মে) সকালে রামগঞ্জ উপজেলা বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান কার্যালয় খান টাওয়ারে এই বিতরণ কার্যকম অনুষ্ঠিত হয়।রামগঞ্জ পৌরসভার প্রতিটি ওয়ার্ডের মধ্যেই আজ ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। তবে পৌর ৫নং ওয়ার্ড সাতারপাড়া নন্দনপুর বাসীর ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে খান টাওয়ারে।
এসময়ে উপস্থিত ছিলেন, রামগঞ্জ পৌর ৫নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ দেলোয়ার হোসেন, মহিলা কাউন্সিলর দিলশাদ নয়ন, রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী একরাম হোসেন সৈকত, মোঃ শাহাদাত হেসেন, মোঃ সহেল হোসেন, মোঃ রাসেদ হোসেন, মোঃ লিটন হোসেনসহ প্রমুখ।