জোবায়েল ইসলামঃ টানা ১৪ ঘন্টারও বেশি সময় অভিযানের পর উদ্ধার করা হয়েছে নরসিংদী সদর হাসপাতাল থেকে চুরি হয়ে যাওয়া নবজাতকে। সোমবার (১০মে) রাত ১টায় নরসিংদী সদর ব্রাহ্মন্দী এলাকা থেকে নবজাতক শিশুটি উদ্ধার করা হয়।
গত রবিবার (৯মে) নরসিংদী সদর হাসপাতালে ডাক্তার দেখাতে এসে চুরি হয় নবজাত শিশুটি। এরপর ই বিষয়টি নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি সমগ্র নরসিংদীতে। সূত্রে জানা যায়, চুরি হওয়ার পর নবজাতকের নানি থানা একটি অভিযোগ দাখিন করে। পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (১০মে) রাত ১টার দিকে নরসিংদী সদর ব্রাহ্মন্দী এলাকায় একটি বাড়িতে অভিযান চালানোর পর ১ঘন্টার পর নবজাতকে উদ্ধার করা হয়।
জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুসারে জানা যায়, একজন অটোরিকশা চালক সদর হাসপাতাল গেইটের সামনে থেকে এক অজ্ঞাত নারীকে একটি নবজাতক বাচ্চাসহ ব্রাহ্মন্দী এলাকায় নামিয়ে দিয়ে আসে। এরপর রাত ১টার দিকে ওই অটোরিকশা চালকতে নিয়ে উক্ত বাসায় অভিযান চালায় পুলিশ।সেখানে শিশুটিকে পায় লিপিকা নামে একজন ৯ মাসের অন্তঃসত্ত্বা এক নারীর কাছে।
লিপিকা পুলিশকে জানায় , তার আগে আরও দুইটি মেয়ে আছে তার এবং গর্ভের সন্তানটিও মেয়ে । সমাজে মানুষের লজ্জার ভয়ে কয়েকদিন আগে এই অজ্ঞাত নারীর সাথে তাকে একটি পুত্র সন্তান এনে দেওয়ার বিষয়ে আশাস দেন।সর্বশেষ রবিবার ( ৯ মে) দুপুরে সেই অজ্ঞান নারী একটি নবজাতক পুত্র সন্তান নিয়ে হাজির হন। তারপর ২ হাজার টাকার বকশিসের বিনিময়ে লিপিকার হাতে তুলে দেয় এবং বাসা থেকে চলে যায়।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ) মোহাম্মদ রাসেল শেখ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ‘‘এই উদ্ধার কাজ অবশ্যই চ্যালেঞ্জিং ছিল।যার কাছ থেকে শিশুটি পাওয়া গিয়ে তিনি অন্তঃসত্ত্বা তাই মানবিক দিক বিবেচনা করে তাকে গ্রেফতার করা হয়নি এবং যিনি চুরি করেছেন তাকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায় নি। পুলিশ কাজ করছে, এটার সঙ্গে আরও কোন অপরাধ চক্র জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।