মঙ্গলবার , ১১ মে ২০২১ | ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

মানছে না কেউ সামাজিক দূরুত্ব: সাতক্ষীরায় জমে উঠেছে ঈদের কেনাকাটা

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
মে ১১, ২০২১ ১:৪৩ পূর্বাহ্ণ

রাকিবুল ইসলামঃ সাতক্ষীরায় শহরে মার্কেটগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। ক্রেতা-বিক্রেতা কেউ মানছেনা সামাজিক দূরত্ব। প্রশাসনের লোকজনের তদারকি না থাকায় ঠিক আগের মত চলছে বাজার ও দোকানপাট, সবধরনের যানবাহন।
লকডাউন শুরুর পর সাতক্ষীরা পৌর শহরে দোকানপাটগুলো বন্ধ থাকতে দেখা যায়। ঈদকে সামনে রেখে এবং দেশের অর্থনীতি ও ব্যবসায়ীদের কথা চিন্তা করে লকডাউন শিথিল করা হয়। সামাজিক দুরত্ব ও মাস্ক ব্যাহার দোকানের সামনে হাত ধোয়ার ব্যবস্থাসহ সরকারি আইন মেনে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট খোলা রাখতে বলা হয়। ফলে সরকারের অঘোষিত লোকডাউন শিথিল এরপর শহরের বড় বাজার এবং বিভিন্ন শপিং কমপ্লেক্সসহ শহরের প্রায়সব মার্কেটগুলোতে ঈদের কেনা-কাটা জমে উঠেছে। ঈদ মার্কেটে কেনা-কাটা করতে আসা নারী-পুরুষরা কেউ সামাজিক দুরত্ব ও মাস্ক ব্যবহার না করে দোকানে হুমড়ি খেয়ে কেনা-কাটা করছে।
রমজানের আগে থেকে লকডাউন ঘোষণার পর থেকে শহরের মার্কেটসহ সবধরনের দোকানপাট বন্ধ থাকায় লকডাউন শিথিলের পর শহরের সবগুলো মার্কেটগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। বিশেষ করে এসব মার্কেটগুলোতে নারীও শিশুদের সংখ্যা বেশী।সোমবার (১০ মে) শহরের বড় বাজার এলাকার বিভিন্ন ছোটবড় শপিংমল ও ফুটপাতের বাজার সরেজমিন পরিদর্শনকালে দেখা যায, মার্কেটে বিপুল সংখ্যক ক্রেতার আগমন। বেচাকেনাও চলছে ভালো। অনেকেই পরিবার-পরিজন এমনকি শিশুদের সঙ্গে নিয়ে কেনাকেটা করতে এসেছেন।
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে ঘরের বাইরে বের হলে মুখে মাস্ক পরিধান এবং নির্দিষ্ট শারীরিক দূরত্ব মেনে চলার পরামর্শ দিয়েছে সরকার। তবে লক্ষণীয় বিষয় হলো মার্কেটগুলোতে আগত ক্রেতাদের বেশিরভাগেরই মুখে মাস্ক ছিল না। এমনকি গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে কেনাকাটা করতে দেখা যায় তাদের।শহরের বড় বাজারের মোহনা ফ্যাশান এর মোজাহিদ সময় বার্তাকে জানান, দোকানে ক্রেতাদের ভিড় আছে কিন্তু প্রত্যাশিত বেচাকেনা নেই।  আর মাত্র ২ থেকে ৩ দিন সময় পাওয়া যাবে এতে কি রমজানের ৩০ দিনের বেচাকেনা করা সম্ভব। কারন হিসাবে তিনি জানান, করোনাভাইরাসের কারনে ঈদের বাজারে প্রভাব পড়েছে। লন্ডন প্লাজার আল-আকিব বলেন বেচাকেনার গতি বেশ ভালো যেভাবে চলছে এভাবে চললে গত বছরের চেয়ে এবার ব্যাবসা ভালো হবে।
ক্রেতা মীম তার বান্ধবী লিমাকে নিয়ে এসেছেন শহরের আছাদুল চেয়াম্যনের মার্কেটে এসেছেন মার্কেট করতে। মীম সময় বার্তাকে জানান, গত দুই ঈদে কেনাকাটা করতে পারিনি করোনা মহামারীর কারণে। তাই এই ঈদে কেনাকাটা করতে এসেছি। তবে আমরা সবাই যদি শারীরিক দূরুত্ব নিশ্চিত করে সরকারি নির্দেশনা মেনে চলি তাহলে আমাদের জন্যই ভালো।কুখরালী এলাকার বাসিন্দা শারমিন তার শিশু সন্তানকে নিয়ে চায়না বাংলা শপিং কমপ্লেক্সে এসেছেন। ওদের জন্য টি-শার্ট ও নিজের জন্য পোশাক কিনেছেন। তিনি বলেন গত দুই ঈদে কেনাকাটা করতে পারিনি। তাই ঈদকে সামনে রেখে টুকটাক কেনাকাটা করতে বের হয়েছি।

সর্বশেষ - আলোচিত

আপনার জন্য নির্বাচিত

রাজাপুরে এমপি পুত্রদ্বয়ের শীতবস্ত্র বিতরণ

বরগুনায় প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

অপমানের প্রতিশোধ ও ব্যাবসায়িক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সোহেল কে হত্যার পরিকল্পনা করে আশিষ ও বান্টি

বরিশাল খুলনাসহ ৭ রুটের বাস চলাচল বন্ধ অনির্দিষ্টকালের জন্য। দুর্ভোগে পরছে যাত্রীরা

মাশরাফির খেলা নিয়ে যা বললেন তার বাবা

কুড়িগ্রামে তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন; স্যালাইন-পানি পানের পরামর্শ সিভিল সার্জন অফিসারের

আজিমনগর স্টেশনের কার্যকম পুনরায় চালু হয়েছে 

মোংলাবন্দরে যদিও করোনার মহা উৎসব তবুও থেমে নেই কার্যক্রম

ঠাকুরগাঁওয়ে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর দখল করে পরিচিতদের দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের এক জনপ্রতিনিধির বিরুদ্ধে

শ্রীনগরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত

Design and Developed by BY AKATONMOY HOST BD