রিয়াজ আহমেদ হান্নানঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। আজ রবিবার, আকাশে মেঘ জমতে শুরু করে বিকেল থেকেই, তারপর ঝড়ের তান্ডব।
উল্লাপাড়া উপজেলার বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি সহ বজ্রপাত সহ হয়েছে ফসলের ক্ষতি। ধানের শীষে উপর শিলার আঘাতে ফসল নষ্ট হয়েছে সলপের চাষী মজিবর রহমান এর। উল্লাপাড়ার ধরইল গ্রামে ঝড়ে ক্ষতি হয়েছে অনেকের, উপড়ে গেছে গাছ। সলপ ইউনিয়নের হাড়ীভাঙ্গা গ্রামে প্রচন্ড হারে শিলাবৃষ্টিতে আম, কাঠাল, ধান সহ ফসলের প্রচুর ক্ষতি হয়েছে বলে জানান, মোঃ রুহুল আমিন। তিনি জানান পাশের সড়াতৈল গ্রামে ঝড়ে টিনের চালা উড়ে গেছে ইউক্যালিপটাস গাছের উচু মগডালে । ঘরের সিলিং ফ্যান ধানের ক্ষেতে।
এছাড়া সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলাতেও কাল বৈশাখী ঝড়ে ক্ষতি হয়েছে প্রায় দশ কোটি টাকা। বেশিরভাগ এলাকায় বিচ্ছিন্ন বিদ্যুতের লাইন।পঞ্চকোশি ইউনিয়নের শাহীকোলা গ্রামের আঃ খালেক জানান, তার বাড়িতে ঝড়ে গোয়াল ঘর পড়ে ৬০ হাজার টাকা দামের ষাড় গরু মারা গেছে, এবং এদিকেও প্রচন্ড ঝড়ের পরে একটানা চল্লিশ মিনিট যাবৎ শিলাবৃষ্টিতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।